শিক্ষা

NASA- র ডাক কে উপেক্ষা করে দেশের সেবায় অনুকৃতি শর্মা

Anukriti Sharma in the service of the country, ignoring NASA's call

The Truth Of Bengal: উত্তর প্রদেশের অনুকৃতি শর্মা, একদিন NASA কে না বলে আজ দেশের বড়ো দায়িত্ব সামলাচ্ছেন এই ম্রুকন্যা। ট্রুথ অফ বেঙ্গলের পাঠককদের জন্য আজ রইল সেই গল্প। গল্পটি উত্তর প্রদেশের বুলন্দশহরে বর্তমান IPS অফিসার অনুকৃতি শর্মার। একদিন ভারতের সর্ববৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্র কে প্রত্যাখ্যান করে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে।

তবে পঞ্চম বারের চেষ্টায় আইপিএস হয়ে ভারতবাসীর কাছে এক নজির হয়ে উঠেছেন এই কন্যা। আমেরিকার বুকে BSMC নিয়ে p.hd করার পর ২০১৪ সালে নিজের দেশের মাটিতে ফেরেন তিনি। স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। তারপরেই ২০১৫ সাল থেকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC তে বসার সিদ্ধান্ত নেন তিনি। ৪ বার হোঁচট খাওয়ার পর পঞ্চম বার ২০২০ সালে নিজের স্বপ্নে সাফল্য পায় অনুকৃতি।

[ আরও পড়ুন ঃ

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

]

ছোট থেকেই পড়াশুনায় ভাল ছিলেন উত্তরপ্রদেশের অনুকৃতি। উৎসবের শহর কলকাতা থেকেই উচ্চশিক্ষার পাঠ শেষ করেন তিনি। বাবা ছিলেন সরকারি চাকুরীজীবী, মা পেশা একজন স্কুল শিক্ষিকা। তাই স্বভাবতই ছোটবেলা থেকেই এক পড়াশুনার পরিবেশ পান তিনি। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে BSMS শেষ করার পর পাড়ি দেন আমেরিকার উদ্দেশ্যে।

এখানেই নিজের ডক্টরেট ডিগ্রী সম্পন্ন করেন তিনি। আমেরিকায় থাকাকালীন NASA থেকে চাকরির অফার পায় মরুকন্যা। মাসিক বেতন দু লক্ষ টাকা। কিন্তু তা প্রত্যাখ্যান করে ২০১৪ সালেই নিজের দেশে ফেরেন। ২০১৫ সাল থেকে শুরু করেন দেশের সবথেকে কঠিন পরীক্ষা ইউপিএসসির প্রস্তুতি। বেশ কয়েকবার বিফল হওয়ার পর ২০২০ সালে সাফল্য পায় অনুকৃতি। উত্তর প্রদেশের বুলন্দশহরে বর্তমানে পুলিশ সুপারের গুরু দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

নিজের সাফল্যের কথা না ভেবে একদিন দেশের মাটিতে ফিরে আসা সেই মহান কন্যা আজ গণতন্ত্রের এক শক্তিশালী স্তম্ভের অংশ। গল্পটি শুনতে কিছুটা সিনেমার মতো হলেও এই গল্পকে বাস্তব রূপ দিয়েছেন উত্তরপ্রদেশের অনুকৃতি শর্মা। ট্রুথ অফ বেঙ্গলের পক্ষ থেকে কুর্নিশ এই হার না মানা মহান কন্যাকে।

Related Articles