চাকরিশিক্ষা

১৬ এবং ১৭ই মার্চ রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা

16th and 17th March Food Sub-Inspector recruitment exam in the state

The Truth of Bengal,Mou basu: দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। আগামী ১৬ এবং ১৭ই মার্চ ২০২৪ অর্থাৎ শনি এবং রবিবার রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হবে। দুইদিন তিনটি সেশানে এই পরীক্ষা আয়োজন করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম সেশনে পরীক্ষা হবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত।

দ্বিতীয় সেশনে পরীক্ষা হবে দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ২ টা পর্যন্ত। তৃতীয় সেশনে পরীক্ষা হবে বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। পরীক্ষার আগেই আগামী ২ মার্চ ২০২৪ তারিখ থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আবেদন জানানোর সময় চাকরি প্রার্থীরা যে আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছিলেন সেই আইডি ব্যবহার করেই লগইন করার পর নিজের অ্যাপ্লিকেশন আইডি সাবমিট করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Related Articles