সম্পাদকীয়

ধ*র্ষণ ও নারী নি*র্যাতন আর উত্তরপ্রদেশ এখন সমার্থক

The incidents of rape are not decreasing in Uttar Pradesh, for which the opposition is pointing fingers at the Yogi state administration

Truth of Bengal: ধ*র্ষণ ও নারী নি*র্যাতনের ঘটনা কিছুতেই কমছে না উত্তরপ্রদেশে যা নিয়ে যোগী রাজ্যের প্রশাসনের দিকে আঙুল তুলছে বিরোধীরা। বলা হচ্ছে রাজ্যে আইনের শাসননেই। সত্যিই যে উত্তরপ্রদেশে আইনের শাসননেই তা এবার প্রমাণ হয়ে গেল। এত দিন সাধারণ মহিলারা এমন ন্যক্কার জনক ঘটনার শিকার হচ্ছিলেন।

এবার শিকার এক মহিলা কনস্টেবল। খোদ পুলিশের এক হেড কনস্টেবল শিকার হওয়ায় যোগী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। ধ*র্ষিত পুলিশ কনস্টেবলের বাড়ি কানপুরে। তিনি কর্মসূত্রে থাকতেন অযোধ্যায়। কর্মস্থল অযোধ্যা থেকে করবা চৌথ পালনের জন্য তিনি কানপুরের বাড়িতে ফিরছিলেন।

পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয় তাঁর। ওই প্রতিবেশী তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে বলে নিজের বাইকে তোলে। অভিযোগ, এরপর গ্রামের দিকে না গিয়ে অন্য দিকে বাইক ঘুরিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় ওই ব্যক্তি। সেখানে ওই মহিলা পুলিশকর্মীকে ধ*র্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রায় নিয়মিত ধ*র্ষণের ঘটনায় যোগী রাজ্যের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে সমালোচনায় বিদ্ধ করছে বিরোধীরা।

রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ তোলা হচ্ছে। এবার মহিলা পুলিশ কনস্টেবল ধ*র্ষণের শিকার হওয়ায় সেই প্রশাসনের দিকে একযোগে আক্রমণ শুরু করেছে বিরোধীরা। ধ*র্ষণ ও নারী নির্যা*তনের ঘটনা যে ভাবে বেড়ে চলেছে উত্তর প্রদেশে, তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন বারবার ঘটছে এমন ঘটনা, যানিয়ে কোনও সদুত্তরনেই প্রশাসনের কাছে। ধ*র্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশে।

রাজ্যের নানা প্রান্তে ঘটে চলা ধ*র্ষণের ঘটনা সেই অভিযোগ কে মান্যতা দিচ্ছে। নানা ক্ষেত্রে বুলডোজ করা প্রশাসন কড়া হলেও ধ*র্ষণ ও নারী নির্যা*তনের মতো ঘটনায় খুব একটা কড়া হচ্ছেনা। যার ফলে এই ঘটনা বেড়ে চলেছে বলে দাবি বিরোধীদের। অন্য কথায় এমন ঘটনা ঘটলে হইহই করে ওঠা বিজেপি নেতারা যোগী রাজ্যের ঘটনা নিয়ে চুপ। কোনও প্রতিবাদ দেখা যায় না তাদের মধ্যে। এই উদাসীন তার কী মাসুল দিচ্ছেন রাজ্যের মহিলারা?

Related Articles