সম্পাদকীয়

কল্পতরু ও পয়লা জানুয়ারি

Kalpataru and January 1st

Truth Of Bengal: সঞ্জয় ব্যানার্জী: ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারির ১ তারিখে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাসমাধির এক পুণ্য দিন। আজ এই দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। যে যা চাইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ এই দিনে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। আজ বিভিন্ন মঠ মন্দিরে বিশেষ করে হাওড়ার কাছে বেলুড়ে বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেলুড় মঠে, হুগলি জেলার শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামার পুকুরে, মা সারদামনির জন্মভিঠা জয়রামবাটিতে মহাধূমধামের সহিত আজকের এই দিনটিকে পালন করা হয় কল্পতরু বা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হিসাবে।

কল্পতরু নামের অর্থ হচ্ছে কল্পনার বৃক্ষ বা কাল্পনিক গাছ। যে গাছের বা বৃক্ষের কাছে আজকের দিনে যে যা মনের কামনা-বাসনা প্রার্থনা করবে সে সেই প্রার্থনার ফল পাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুক্ত হস্তে তা ভক্তের মধ্যে বিলিয়ে দেবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি ছবি আমরা পাই যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি হাত ওপরে প্রসারিত করেছেন আর একটি হাত ঠাকুর তাঁর দেহের বুকের নিচে রেখেছেন। দুটি হাত দুই রকম মুদ্রার মধ্যে।

কল্পতরু নামকরণে সার্থকতা এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে জ্ঞান ও দানের বৃক্ষস্বরূপ। ঠাকুর আজ জ্ঞানস্বরূপ বৃক্ষ। তিনি আজ দু’হাত ভরে ভক্তের মনোকামনা পূরণ করবেন এই মহাসমাধির দিনে। ঠাকুর নিজমুখে বলেছিলেন যে আজ আমি কল্পতরু হলাম, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য। তবে ঠাকুর আরও বলেছিলেন যে ‘তোমাদের চৈতন্য হোক’।

এখানে একটা প্রশ্ন আসে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ১ জানুয়ারির দিন কল্পতরু মহাসমাধির মধ্যে গেলেন কেন? আজকের দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকে পয়লা জানুয়ারি কেন বেছে নিলেন। প্রতি বছরের ১ তারিখে নতুন বছরের দিনটি খুবই শুভদিন। আজকের আধুনিক যুগের মানুষ বাংলা বছরের কোন তারিখ কত সাল বলতে পারেন না বা এক কথায় বাংলা বছরের প্রতি আগ্রহহীন।

ইংরেজি বছরের ক্যালেন্ডার মেনেই আধুনিক জীবনযাত্রা অতিবাহিত হয়। ১ জানুয়ারি বাঙালির ইংরাজি নববর্ষ। পৃথিবীর সমগ্র মানুষ আজকের দিনটা যেমন হ্যাপি নিউ ইয়ার বলে মহাসমারোহে পালন করেন তেমনই আপামর জনসাধারণের মধ্যেই কল্পতরু দিবস নামেও ১ জানুয়ারির গুরুত্ব অপরিসীম। কল্পতরু পয়লা জানুয়ারি দিনটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইংরেজ ভক্তদের কাছেও এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন।