পর্যটনে মুখ্যমন্ত্রীর ইতিবাচক ভাবনার ফল মিলছে আজ
Chief Minister Mamata Banerjees positive thinking in tourism is bearing fruit today

Truth Of Bengal: বৈচিত্র্যময় পর্যটনের কী নেই এই রাজ্যে। পাহাড়, সমুদ্র ও জঙ্গলের পাশাপাশি ঐতিহাসিক নানা জায়গার সমাহার আছে এই রাজ্যে। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটনকে বিশেষ ভাবে তুলে ধরার উদ্যোগ নেন। ঢেলে সাজান বিভিন্ন পর্যটনক্ষেত্রগুলি। ফলে সামগ্রিক ভাবে রাজ্যের পর্যটনে বিরাট একটা জোয়ার এসেছে। স্থানীয় অর্থনীতির মাপকাঠি ঊর্ধ্বমুখী হয়েছে। সেই পর্যটন থেকে কী করে আরও কর্মসংস্থান বাড়ানো যায় এখন সেই চেষ্টায় আছে রাজ্য সরকার। ফলে বিভিন্ন ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে হোম স্টে কেন্দ্রিক ব্যবস্থায়। এতে পর্যটকরা ঘুরতে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা পাচ্ছে, সেই সঙ্গে বহু মানুষ আয়ের নতুন একটা দিশা পেয়েছে। এই হোম স্টে ব্যবস্থাকে আরও আধুনিক করার পাশাপাশি ব্যাপ্তি বাড়াতে উদ্যোগী হয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে কর্মসংস্থানের নয়া সুযোগ মিলছে হোম স্টে’র মাধ্যমে।
হোম ট্যুরিজমের ব্যাপক চাহিদাকে সামনে রেখেই বিষয়টিকে আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন-এর মঞ্চে তুলে ধরা হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এক অন্যতম বিষয় পর্যটন। পশ্চিমবঙ্গ বর্তমানে গোটা দেশের পর্যটন মানচিত্রে অন্যতম এক আকর্ষণীয় জায়গা। দেশ-বিদেশের বিভিন্ন বিনিয়োগকারীদের সামনে পর্যটন এবং হোম ট্যুরিজমের বিষয়টি রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে ধরা হবে। নবান্নের হিসাব অনুসারে সরকারি ভাবেই নথিভুক্ত হোম স্টে’র সংখ্যা ২১৯৮টি। যার মধ্যে বেশিরভাগটাই দার্জিলিংয়ে রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এ রয়েছে বহু হোম স্টে। দার্জিলিঙে হাজারের ওপর হোম স্টে চালু রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলেও গড়ে উঠেছে হোম ট্যুরিজম। সুন্দরবন অঞ্চলে প্রায় আড়াইশো হোম স্টে চালু রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে শখানেক হোম স্টে। মালদা জেলাতে ১৩০টির ওপর হোম স্টে রয়েছে। হোম ট্যুরিজমের ওপর নির্ভর করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেশ কিছু মানুষের রুটি-রোজগার হয়। সেই পর্যটন থেকে কী করে আরও কর্মসংস্থান বাড়ানো যায় এখন সেই চেষ্টায় আছে রাজ্য সরকার।
ফলে বিভিন্ন ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে হোম স্টে কেন্দ্রিক ব্যবস্থায়। এতে পর্যটকরা ঘুরতে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা পাচ্ছে, সেই সঙ্গে বহু মানুষ আয়ের নতুন একটা দিশা পেয়েছে।