দুর্গাপুজো ২০২৪

রণচণ্ডী নয় দেবী এখানে পুজিত হয় উমা হিসাবে

Goddess Ranachandi is worshiped here as Uma

Truth Of Bengal: BOLPUR, SOUTIK CHAKRABORTY: দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর মতোই একই রীতিনীতি মেনে পূজো হলেও এই প্রতিমায় নেই অসুর, নেই লক্ষ্মী গণেশ সরস্বতী অথবা কার্তিক। এখানে এক সিংহাসনে বসে রয়েছেন পার্বতী ও শিব। এই প্রতিমায় দেবী দুর্গা দশভুজা নন।

এমন প্রতিমাই পুজো হয়ে আসছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রায়পুর গ্রামে। আনুমানিক আড়াইশো থেকে ৩০০ বছরের বেশি পুরাতন এই দুর্গা পুজো। তবে দাবি করা হচ্ছে এই পুজো আরো অনেক প্রাচীন। রায়পুরের রায় বংশের মানুষেরা এই পুজোর দায়িত্ব অন্য কারো থেকে পেয়েছিলেন। দুর্গাপুজোর সময়ই এই পুজো হওয়ার পাশাপাশি দুর্গাপুজোর মতোই রীতি মেনে পুজো হয়। এখানকার পুজো হয়ে থাকে বৈষ্ণব রীতি মেনে।

তবে বছরের পর বছর ধরে আর্থিক অনটনের কারণে রায় পরিবারের শিব পার্বতী ও দক্ষরাজের এই পুজো খুব কষ্টের সঙ্গেই চলছে। আর্থিক অনটন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে খুব কষ্টেই তারা পুজো চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে পুজোর দায়িত্বে থাকা পরিবারের সদস্যরা সরকারি সাহায্যের প্রার্থনা করেছেন।

Related Articles