দেশব্যবসা

পুজোর মরশুমে বাড়ল সুইগি-জোমাটোতে খাবার অর্ডারের খরচ

The cost of ordering food on Swiggy-Zomato increased during the Puja season

Truth Of Bengal: পুজোর মরশুমে মূল্যবৃদ্ধি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরি দাম বেড়ে চলেছে। এবার অনলাইনে খাবার অর্ডার দেওয়ারও দামও বাড়ল। ফুড ডেলিভারি সংস্থা সুইগি জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি-র মূল্য বাড়িয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম ফি হিসেবে প্রতি অর্ডারে ১০ টাকা করে মূল্য বৃদ্ধি হয়েছে। এ বিষয়ে ফি বাড়ানোর বিষয়ে প্রথমে ঘোষণা করেছিল জোমাটো, তার পর এ বিষয়ে ঘোষণা করেছে সুইগি।

২৩ অক্টোবর স্টক এক্সচেঞ্জে একটি সংবাদসূত্রের সংবাদ সাপেক্ষে একটি বিবৃতি জোমাটো জানায়, বর্তমান সময়ে ফুড ডেলিভারির পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে, যার জন্য প্রতি অর্ডারে ১০ টাকা করে প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিয়েছে ডেলিভারি সংস্থাগুলি। যেহেতু জোমাটো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এক সংস্থা, তাই তাদের থেকে একটি প্ল্যাটফর্ম ফি বাড়ানোর বিষয়ে বিবৃতি নেওয়া হয়েছে

বৃহস্পতিবার জোমাটো জানিয়েছে, প্ল্যাটফর্ম ফি বাড়ার বিষয়টি সংবাদ কোন রটনা নয়। দেশের যে কোনো মানুষ যখন অ্যাপ ব্যবহার করবেন তখন তাঁরা সবাই তা দেখতে পারবে। এর আগে প্ল্যাটফর্ম ফি হিসাবে প্রতি অর্ডারে ৬ টাকা ধার্য করত জোমাটো, আর ৭ টাকা ছিল সুইগির প্ল্যাটফর্ম ফি। এবার সেই সেই টাকা বেড়ে প্রতি অর্ডারে ১০ টাকা করা হয়েছে। এই উৎসবের সময় এত এত অর্ডার সামালাতে প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জোমাটো।

Related Articles