কৃষিভিত্তিক শিল্পে ২৩০০ কোটি বিনিয়োগ রাজ্য সরকারের
State govt will invest on agriculture industry

The Truth of Bengal: চলতি অর্থবর্ষে কৃষিভিত্তিক শিল্পে অন্তত ২৩০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। বিগত অর্থবর্ষ থেকে চালু হওয়া কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হবে বলে কৃষি দফতর সূত্রে খবর। উদ্যোগপতিদের কৃষিভিত্তিক শিল্পে আরও উৎসাহ জোগাতে রাজ্যের এই পদক্ষেপ। অনেক ক্ষেত্রেই আবেদনকারীদের ব্যাংকে নথিপত্র সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। বাধাপ্রাপ্ত হতে হয় উদ্যোগপতিদের।
গুদাম ঘর,হিমঘর, তেলকলের মতন বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের পরিকাঠামো উন্নয়নে এই অর্থ বরাদ্দ বিশেষ কাজে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কৃষিভিত্তিক শিল্পে অন্তত ২৩০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরে কমপক্ষে ৭০০ কোটি টাকা বরাদ্দ। কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে এই টাকা খরচ করা হবে। অন্তত ১৫০০ জন কৃষি শিল্পদ্যোগীকে সহায়তা করা হবে।
কৃষি শিল্পোদ্যোগীরা যাতে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পেতে পারেন তা নিশ্চিত করতে চাইছে নবান্ন।রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবিষয়ে প্রতিটি জেলায় নিযুক্ত কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। বৈঠকে জেলার আধিকারিকদের প্রয়োজনে আবেদনকারীদের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ারও নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।