
The Truth of Bengal,Mou Basu: বাইকপ্রেমীদের জন্য সুখবর। ২৪ নভেম্বর ভারতের বাজারে লঞ্চ করা হবে রয়্যাল এনফিল্ডের নয়া মডেলের বাইক “হিমালয়ান ৪৫০”। গোয়ার মোটোভার্স ২০২৩ শীর্ষক ইভেন্টে বাইক লঞ্চ করার কথা। নয়া মডেলের বাইকে থাকবে রয়্যাল এনফিল্ড এডিভি ইঞ্জিন। এছাড়াও থাকবে শেরপা ৪৫০ মোটর আর ৪৫০সিসি সিঙ্গল সিলিন্ডার লিক্যুইড কুলড ইউনিট।
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ বাইক ৩টি মডেল (বেস, পাস ও সামিট)-এ মিলবে। কাজা ব্রাউন শেডে মিলবে বেস মডেল। স্লেট হিমালয়ান সল্ট রঙে মিলবে পাস মডেল। স্লেট পপি ব্লু রঙে মিলবে সামিট মডেল।
জিনিসপত্র ও যন্ত্রপাতি রাখার জন্য নয়া বাইকে থাকবে ৬ স্পিড গিয়ারবক্স ও স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এলইডি আলোর ব্যবস্থা থাকবে। ৪ ইঞ্চি টিএফটির সাহায্যে নেভিগেশনের সুবিধা থাকবে।
গুগল ম্যাপ, স্মার্টফোন কানেক্টিভিটি, এসএমএস ও ফোন করার সুবিধা থাকবে। এছাড়াও থাকবে রাইড-বাই-ওয়্যার, সুইচেবল এবিএস, ইন্টিগ্রেটেড টেললাইটের সুবিধা। হার্ডওয়্যারের মধ্যে থাকবে ৪৩ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক, অফশেট মোনোশক। ব্রেকিংয়ের সুবিধা মিলবে ৩২০ মিমি ফ্রন্ট ও ২৩০ মিমি পেছনের ডিস্কের সাহায্যে। সামনের ২১ ইঞ্চি আর পেছনে ১৭ ইঞ্চি স্পোক হুইল থাকবে। টিউবড টায়ার থাকবে।