ব্যবসা

আসন্ন ইন্ডিয়ান রাবার এক্সপো উপলক্ষে বর্ণাঢ্য রোড শো

India Rubber Expo

The Truth of Bengal, Rahul Chatterjee: অল ইন্ডিয়া রবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ২০২৪, কুড়ি থেকে ২২ শে মার্চ মুম্বাই এর বোম্বে এক্সিবিশন সেন্টারে আয়োজন করতে চলেছে ইন্ডিয়ান রাবার এক্সপো। ২০২৪ এই উপলক্ষে অল ইন্ডিয়া রবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, এআইআরআইএ কলকাতায় আয়োজন করেছিল এক বর্ণাঢ্য রোড শো-এর অনুষ্ঠানে রবার শিল্পের নির্মাতা প্রতিষ্ঠান ও বাণিজ্যের সঙ্গে যুক্ত বহু সংস্থার কর্মকর্তা রা উপস্থিত ছিলেন।

এই রোড শো এর উদ্বোধন করেন চীন এর কলকাতার স্থিত কনসাল জেনারেল ঝা লিইউ ই। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট ইন্ডিয়ান রবার এক্সপো র কো কনভেনার্ এবং ইন্ডিয়ান অয়েল সিলস এন্ড সিনথেটিক প্রোডাক্ট স এর পার্টনার প্রখ্যাত শিল্পপতি রমেশ কেজরিওয়াল, এ আই আর আই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শশী কুমার সিং, ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব শিককা, পূর্বাঞ্চলের চেয়ারম্যান রাকেশ কে দুগ্গার , ম্যানেজিং কমিটির সদস্য জাফর আহমদ,ইন্ডিয়ান রবার এক্সপোর চিফ কনভেনার ও পোলমাণ ইন্ডিয়া লিমিটেডের ডাইরেক্টর প্রখ্যাত শিল্পপতি ভিষ্ণু ভীমরাজকা প্রমূখ।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন ২০২৪ এ কুড়ি থেকে বাইশে মার্চ  অনুষ্ঠেয় ৪০ হাজারেরও বেশি ভিজিটর অংশ নেবেন। ৪৫০ এরও বেশি সংস্থার প্রতিনিধিরা ভারত, চীন, ফ্রান্স, জার্মানি, জাপান ,থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে অংশ নেবেন। এই এক্সপোর মোট প্রদর্শনীর এলাকা রাখা হয়েছে ৩০ হাজার স্কয়ার মিটার। উদ্যোক্তা সংগঠন, অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন ১৯৪৫ সালে স্থাপিত হয়। এটি দেশের মধ্যে অত্যন্ত প্রাচীন একটি বাণিজ্য সংস্থা, এটি একটি বৃহত্তম সংস্থা যা দেশের রবার শিল্প ,টায়ার এবং টায়ার ব্যতীত শিল্প ,কাঁচামাল মেশিনারি উৎপাদক সংস্থাগুলি এই সংগঠনের অন্তর্ভুক্ত।

সারা দেশ জুড়ে তাদের চৌদ্দশ সদস্য এবং যার মধ্যে ৮০ শতাংশই ক্ষুদ্র মাঝারি ও ছোট উদ্যোগ শিল্প সম্পর্কিত এআইআরআইএ, এইসব সদস্য সংস্থাগুলির সুবিধা অসুবিধা, তাদের আরো কিভাবে বাণিজ্যে উন্নতি সাধন করা যায়, সরকারের অধীন বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পর্ক রক্ষা করা এই বিষয়গুলি মাথায় রেখে তাদের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি তে গুরুত্ব দেন। অল ইন্ডিয়া রাবার ইন্ডিয়া অ্যাসোসিয়েশন পূর্বাঞ্চলে তাদের নতুন অফিস শুরু করলো, দক্ষিণ কলকাতার সাউথ সিটি বিজনেস পার্কে। এই অফিসের উদ্বোধন করেন রাবার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শওয়ার ধনানিয়া। এআইআরআই এর প্রেসিডেন্ট ও ইন্ডিয়ান রবার এক্সপো র্ কো কনভেনার প্রখ্যাত শিল্পপতি রমেশ কেজরিওয়াল বললেন এবার এর ইন্ডিয়ান  রবার এক্সপো ১১তম, যা শুরু হয়েছিল ২০০১ থেকে। এশিয়ার মধ্যে রবার শিল্পের সঙ্গে যুক্ত এটাই সবথেকে বৃহৎ এক্সপো

এই রবার এক্সপোতে, রাবার উৎপাদিত দ্রব্য এর নির্মাতা, কাঁচামাল এর নির্মাতা, বিভিন্ন মেশিনপত্র, ডাই মোল্ড , সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম নির্মাতা, কাঁচামালের ডিলার এবং রবার ব্যবহারকারী অন্যতম বৃহৎ সংস্থা যেমন প্রতিরক্ষা ,পরিবহন, রেলওয়ে, বিমান, ইলেকট্রনিক্স ডিউরেবল সরঞ্জাম নির্মাতা সহ বহু প্রতিনিধি এই এক্সপোতে উপস্থিত থাকবেন এবং ক্রেতা বিক্রেতা আলোচনা চক্রেরও ব্যবস্থা থাকবে। উদ্যোক্তারা জানিয়েছেন এখনো পর্যন্ত ৭০% এরও বেশি জায়গা বুকিং হয়ে গিয়েছে এবং ৩৪ থেকে বেশি সংস্থা স্পন্সর করবেন এই বৃহত্তম এক্সপোর। আগামী দিনের দেশের রবার্ শিল্পে ইন্ডিয়া রবার এক্সপো এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচে চলেছে এ কথা বলাই যায়।

Free Access

Related Articles