
The Truth of Bengal: পঞ্চায়েত স্তরে বারবার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এবার দুর্নীতির সেই রাস্তা বন্ধ করতে কৌশলী পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। চলতি বছরের ১৫ই অগস্টের পর থেকে, উন্নয়নমূলক কাজ হোক বা রাজস্ব সংগ্রহ – পঞ্চায়েতের কোনও কাজে নগদ লেনদেন করা যাবে না। এই বিষয়ে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে দেশের প্রত্যেকটি পঞ্চায়েতকে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ জুন এই সংক্রান্ত বৈঠক করতে হবে। এবং ৩০ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে।
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব, সুনীল কুমার জানিয়েছেন, প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েতে ইতিমধ্যেই ইউপিআই লেনদেন শুরু হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, “পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার অর্থপ্রদান করা হয়েছে। পঞ্চায়েতগুলিতে আর্থিক লেনদেন এখন ডিজিটাল পদ্ধতিতেই করা হচ্ছে। চেক এবং নগদে অর্থপ্রদান প্রায় বন্ধ হয়ে গিয়েছে। দেশের বহু রাজ্যের অধিকাংশ পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন শুরু হয়েছে।মন্ত্রীর দাবি, ইতিমধ্যেই প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত ডিজিটাল পেমেন্টের আওতায় চলে এসেছে।
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, GPay, PhonePay, PayTm, BHIM, Mobikwik, WhatsApp Pay, Amazon Pay এবং Bharat Pe-এর মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের সঙ্গে ৩০ জুন বৈঠক করতে হবে পঞ্চায়েতগুলিকে। প্ল্যাটফর্মগুলির কোন কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে, তার তালিকাও দেওয়া হয়েছে নির্দেশিকায়। পঞ্চায়েতি রাজ মন্ত্রক আরও বলেছে, ১৫ জুলাইয়ের মধ্যেই পঞ্চায়েতগুলিকে তাদের উপযুক্ত পরিষেবা প্রদানকারী প্লটফর্ম বেছে নিতে হবে।