দুর্গাপুজো ২০২৪রাজ্যের খবর

লণ্ঠনের আলোয় বিসর্জন দেবীর, সম্প্রীতির সুরে বাঁধা চাঁচল রাজবাড়ির পুজো

The worship of Goddess Bisarjan in the light of lanterns, Chanchal Rajbari is tied to the tune of harmony.

Truth Of Bengal : শনিবার উৎসব প্রিয় বাঙালির কাছে মহা নবমী হলেও, পঞ্জিকা মেনে শনিবার মহা দশমীর পুণ্যতিথি। দেবী বিদায়ের পালা। আর বিদায়ের সময় লণ্ঠনের আলো দেখিয়ে দেবীকে পথ দেখান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সম্প্রীতির সুরে বাধা চাঁচল রাজবাড়ির পুজা।কথিত আছে, একসময় সতীঘাটে, মহানন্দার পশ্চিম পাড়ে মহামারী দেখা দিয়েছিল। তখন দেবী সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন-গোধূলিলগ্নে বিসর্জনের সময় তাঁরা যেন মাকে আলো হাতে পথ দেখান।

মাকে আলো দেখানোর পর থেকেই মহামারী দূর হয়। তখন থেকে প্রতিবছরই বিসর্জনের সময় সেখানকার অর্থাৎ মরামহানন্দার নদীর ওপারে সাহুর্গাছি এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ লণ্ঠন নিয়ে পথ দেখান মাকে। সেই রীতি এখনও প্রচলিত।

Related Articles