রাজ্যের খবর

অষ্টমী-নবমীতে কেমন থাকবে আবহাওয়া?

What will the weather be like in Ashtami-Navami?

Truth Of Bengal: পুজো নিয়ে মেতে উঠেছে বঙ্গ-বাঙালী। অন্য দিনের থেকে পুজোর কটা দিন আবহাওয়া নিয়ে মানুষ একটু বেশি চিন্তিত। এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার অষ্টমী-নবমীতে দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও হুগলি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, উক্ত জায়গাগুলোতে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অষ্টমী-নবমীতে উত্তরবঙ্গের আট জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles