আন্তর্জাতিক

বাংলাদেশে দুর্গাপুজোর ছুটি বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার

Interim government decided to extend Durga Puja holiday to 4 days in Bangladesh

Truth Of Bengal:  আসন্ন শারদীয় দুর্গাপুজোর জন্য আগামী বৃহস্পতিবার ছুটির ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে, এ বছর দুর্গাপুজো এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিনের ছুটি পাওয়া যাবে। এই সিদ্ধান্তে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় খুবই খুশি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের কার্যালয় থেকে এই ছুটির খবর প্রকাশিত হয়েছে।

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হবে, এবং তার পরের দিন রবিবার দুর্গাপুজোর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা ছুটি পালন করা হবে। তবে, হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধরনের হুমকি ও চাঁদা চাওয়ার অভিযোগের মধ্যেও দুর্গাপুজো পালন করছে। ভারত ও আমেরিকা উৎসবের সময় হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বার্তা প্রেরণ করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, নিরাপত্তাহীনতা সম্পর্কিত অভিযোগগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

দেশের সব মণ্ডপে দুর্গাপুজোর প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, এবং অনেক জায়গায় প্রতিমা স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। মণ্ডপ সাজানোর কাজ চলছে। বৃষ্টির কারণে কিছু বিলম্ব হলেও, সব প্রস্তুতি সম্পন্ন করে উৎসব যথাসময়ে পালন করা হচ্ছে। আজ মঙ্গলবার বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়েছে, এবং আগামীকাল বুধবার ষষ্ঠীপুজো দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। ঢাকার গুলশান–বনানী সর্বজনীন পুজো ফাউন্ডেশন এ বছর মুস্তাফা কামাল আতাতুর্ক পার্কে দুর্গাপুজোর আয়োজন করেছে, তবে আর্থিক সংকটের কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে। রমনা কালীমন্দিরের প্রতিমা প্রস্তুত হলেও এখনো স্থাপন করা হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩২,৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। এবার সারা দেশে ৩১,৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হবে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৩২,৪০৮টি। ঢাকা মহানগরে মহানগর সর্বজনীন পুজো কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানিয়েছেন, এবার ২৫২টি পুজো অনুষ্ঠিত হচ্ছে, গত বছরের তুলনায় ৪টি বেশি। পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, এবার ১৮টি মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে, ১৫টি মামলা দায়ের হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

Related Articles