ভুলবশত পালটে গিয়েছিল গায়ের রঙ, জানুন নদীয়ার ‘নীল দুর্গা’র অজানা ইতিহাস
Skin color changed by mistake, know the unknown history of Nadia's 'Neel Durga'

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদীয়ার কৃষ্ণনগর মানে বিখ্যাত নীল দুর্গা বাড়ির দুর্গাপুজো। আর এই নীল দুর্গা বাড়িকে ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস, যা এখনো জ্বলজ্বল করে ইতিহাসের পাতায়। শোনা যায়, বাংলাদেশের বরিশাল জেলা থেকে পূর্বপুরুষদের হাতে শুরু এই নীল দুর্গা পুজো। কথিত আছে, একসময় পাল মশাই প্রতিমা তৈরী করার পর বিদ্যুৎ না থাকায় প্রতিমার গায়ে রঙ করতে গিয়ে ভুলবশত নীল রঙ করে ফেলে। এরপর ওই নীল রঙ মুছতে গেলে পাল মশাই এবং নীল দূর্গাবাড়ির সদস্যদের দেবী স্বপ্নাদেশ দেন।
স্বপ্নাদেশে মা জানান, আমাকে নীল রূপে অর্থাৎ নীল অপরাজিতা বর্ণে পুজো করতে হবে। তারপর থেকেই শুরু এই পুজো। আজও চলে আসছে সেই নীল দুর্গা বাড়িতে নীল দুর্গা পুজো। তবে প্রতি বছরই এই পাঁচটা দিন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে পরিবারের সদস্যরা। ভোগে থাকে নানান রকমের পদ। খুব জাঁকজমক ভাবে কাটে এই পুজো।
কিন্তু আগে এই পুজোতে বলি দেওয়া হত এবং ২০০৬ সাল থেকে হাইকোর্টের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। এই বছরে নীল দুর্গা বাড়ির এক সদস্যা পরলোকগমন করেছেন, তার কারণে অনেকটাই মন ভাড় সকলের। তবে পূজোর ক্ষেত্রে কম থাকবে না কোন কিছুই কারণ বাড়ির নীল দুর্গা পুজো মানেই রয়েছে এক অন্য আবেগ। জেলার বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য ভক্তবৃন্দ দেবী দুর্গাকে দর্শন করতে আসেন।