দেশ

চলন্ত বাসে হৃদরোগ! ৩০ জন যাত্রীকে বাঁচিয়েও প্রাণ হারালেন চালক

Driver suffers heart attack, stops bus with 30 passengers safely

Truth Of Bengal, Barsa Sahoo : হাইওয়েতে ছুটছিল বাসটি। বাসের মধ্যে ৩০ জন যাত্রী ছিলেন। আচমকাই সেই বাসের চালক বুকে ব্যথা অনুভব করেন। হঠাৎ কী হল তা বুঝে ওঠার আগেই ব্যথা বাড়তে থাকে চালকের। চোখে অন্ধকার দেখতে শুরু করেন তিনি। কিন্তু, এত শরীর খারেপের পরেও স্টিয়ারিং ছাড়েননি তিনি। কোনও ক্রমে বাসটিকে রাস্তার পাশে দাঁড় করান। এরপর তাকে সবাই মিলে ধরে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই বাসচালকের। ঘটনাটি ঘটেছে মুজফ্‌ফরপুরের বালিয়া এলাকায়।

জানা যায়, ওই বাসটি কিষাণগঞ্জ থেকে মুজফ্‌ফরপুর এবং হাজিপুর হয়ে পটনা যাচ্ছিল। সবকিছু মোটামোটি ঠিকঠাকই ছিল। তবে বাসটি কুধানি থানা এলাকার বালিয়া উড়ালপুলে ওঠার পরেই হঠাৎ চালক বুকে অস্বস্তিবোধ করতে শুরু করেন। নিয়ন্ত্রণ হারায় বাসটি। এদিকে ভয়ে কাঁটা যাত্রীরা। অর্থাৎ বাসটির অবস্থা এমন যে যখন খুশি দূর্ঘটনা ঘটতে পারত। কিন্তু চালক সেই বিপদ এড়াতে সক্ষম হন। চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন যাত্রীরা।

কোনোরকমে বাসটিকে রাস্তার পাশে দাঁড় করান চালক। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে আসেন যাত্রীরা। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়েরা। এরপর, সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা চালককে মৃত বলে ঘোষণা করেন। বাস চালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর আগে নিজের কর্তব্যে অনড় থাকায় যাত্রীদের প্রাণ বেঁচে যায়। চালকের এহেন কাজে স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন যাত্রীরা।

Related Articles