প্রযুক্তি

দেড় হাজারের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ আনল iTel

iTel has launched a smart watch with the latest technology for Rs

Truth Of Bengal: Mou Basu: iTel Alpha 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে এসেছে। এর দাম রাখা হয়েছে ১,৫০০ টাকার কম। এটি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে মিলছে। দাম পড়বে ১,৪৯৯ টাকা। এটি ডার্ক ব্লু, ব্ল্যাক ও রোজ গোল্ড রঙে মিলবে। এই স্মার্টওয়াচ বিভিন্ন দোকান থেকেও কেনা যাবে।

নয়া মডেলের এই স্মার্টওয়াচে পাওয়া যাবে ৭ দিনের ব্যাটারি লাইফ, ১০০ স্পোর্টস মোড, এইচডি রেজোলিউশন সহ বড়ো ডিসপ্লে রয়েছে।‌ পাশাপাশি, iTel Alpha 2 স্মার্টওয়াচ আইপি৬৮ রেটিং আছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। iTel Alpha 2 স্মার্টওয়াচে হার্ট রেট ট্র্যাকিং, SpO2 লেভেল, স্লিপ প্যাটার্ন ট্র্যাকিং ফিচার রয়েছে।

মহিলাদের জন্য মেনসট্রুয়াল সাইকেল ট্র্যাকার ফিচারও রয়েছে। আবার ১৫০ এর বেশি স্পোর্টস মোড রয়েছে।এছাড়া রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন, ওয়েদার আপডেট, পাসওয়ার্ড প্রোটেকশন, অ্যালার্মের মতো ফিচারও রয়েছে। আর এতে আছে ব্লুটুথ কলিং ফিচার।

এছাড়াও আছে বিল্ট ইন মাইকের সুবিধা। ব্যাটারি ব্যাকআপের জন্য এতে ২৭০ এমএএইচ ব্যাটারি, যা ৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। নয়া মডেলের স্মার্টওয়াচে রয়েছে বড়ো ডায়াল, ডান পাশে রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে। এতে আছে ২ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এতে ১৫০টি ওয়াচফেস পাওয়া যাবে।

Related Articles