আচমকাই ওয়াটার ব্রেক, ঘরের দোরগোড়ায় সন্তান প্রসবের ভিডিও ভাইরাল
Sudden water break, video of childbirth at the doorstep goes viral

Truth Of Bengal : ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ির সামনেই সন্তানের জন্ম দিলেন নাতাশা ডাউনিং। ওয়াটার ব্রেক করার কারণে হাসপাতাল পর্যন্ত যেতে পারেননি তিনি। ৩৯ সপ্তাহের গর্ভবতী ছিলেন তিনি। এদিন তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরিয়েছিলেন। আচমকা ওয়াটার ব্রেক করায় ঘরের সামনের রাস্তাতেই জন্ম দেন সন্তানের। আর সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
NEW: California mom gives birth outside her home after her water suddenly broke
Natasha Downing, 39 weeks pregnant, was leaving her home in Calabasas with her suitcase
She suddenly felt intense pain and had to crouch down near the doorway
“I’m walking down the stairs and I… pic.twitter.com/TwyUgk9ors
— Unlimited L’s (@unlimited_ls) September 30, 2024
জানা যায়, ডাউনিং হাসপাতালের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলেন তখন আচমকাই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। ডাউনিং বলেন,”আমি সিঁড়ি বেয়ে নামছি এবং তখনই আমি অনুভব করলাম যে আমার সন্তান আসছে। আমাকে বাইরে বসে থাকতে হয়েছিল এবং তারপরে আমার ওয়াটার ব্রেক করে।”
ডাউনিং আরও বলেন, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন । এমন সময় তার স্বামী এসে দেখে তাদের সন্তান বাইরে আসছে। তখন তিনি স্কোয়াট পজিসনে বসেন এবং শ্বাস নিতে থাকেন। তিনি আরও জানান,”আমি মোটেও ধাক্কা দেইনি, সন্তানের মাথা নিজেই পরিষ্কার হয়ে গেছে”।
ভিডিওটি এডিট করে পোস্ট করা হয়েছে। যেখানে সন্তান জন্মগ্রহণের অংশটুকু বাদ দেওয়া হয়েছে। দেখা গেছে ডাউনিং তার স্বামী টমকে আঁকড়ে ধরে আছে। এর ঠিক পরের মুহূর্তে দেখা যায়, ডাউনিং নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে রয়েছেন।
ডাউনিং বলেন, “আমি জানতাম না যে সে কীভাবে এই অবস্থানে ক্লিয়ার হবে। আমি আমার মিডওয়াইফকে কল করছিলাম। আমি শুধু জানতাম সন্তানের কাঁধের অংশটুকু বাইরে আনার জন্য চাপ দিতে হবে। আমি একবার চাপ দিয়েছিলাম এবং এতেই আমার সন্তান জন্মগ্রহণ করে। ” শিশুটি সম্পূর্ণ সুস্থ ছিল বলেও জানান তিনি।