
Truth Of Bengal : গুলিবিদ্ধ হলেন অভিনেতা গোবিন্দা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ অক্টোবর), ভোর ৪.৪৫ নাগাদ। এদিন নিজের রিভলভার পরিষ্কারের সময় দুর্ঘটনা। ভুল করে তাঁর লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন তিনি। এদিন নিজের রিভলবার লক না থাকায় গুলি ছিটকে গোবিন্দার হাঁটুতে লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে মুম্বইয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুম্বইয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি অভিনেতা। গোবিন্দার পা থেকে গুলি বার করা হয়েছে। আপাতত বিপন্মুক্ত অভিনেতা গোবিন্দা।
Actor and Shiv Sena leader Govinda has been taken to the nearest hospital after he was accidentally shot in the leg by his own revolver this morning, says a senior Mumbai Police official
More details awaited.
(file pic) pic.twitter.com/SBqnMcDgoA
— ANI (@ANI) October 1, 2024
জানা যাচ্ছে, এখন অভিনেতার পা থেকে গলগল করে রক্ত বের হয়। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় এখনও বেশ অসুস্থ তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গোবিন্দা এদিন সকালে কোথাও বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে । বেরনোর আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি তিনি পরিষ্কার করছিলেন ঠিক সেই সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে বন্দুকটিকে বাজেয়াপ্ত করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাক্তন অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান হলেন গোবিন্দা। নিজ প্রচেষ্টাতেই অভিনয় জগতে পা রাখেন তিনি। আটের দশকের মাঝামাঝি তাঁর প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। দুই ছবিই একেবারে হিট হয়ে যায়। বলিউডে তাঁর নাচের ধরণ সবার থেকে আলাদা। তাই খুব কম সময়ের মধ্যেই তিনি বলিউডে একেবারে পাকাপোক্তভাবে নিজের জায়গা করে নিয়েছেন। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমার মাধ্যমে নয়ের দশকের অতি জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠেন তিনি।