মুক্তির আগেই আবহসঙ্গীতের দায়িত্ব বদল ‘শাস্ত্রী’-তে, ইন্দ্রদীপের বদলে আসলেন দীপ্তার্ক
Before the release, the background score was changed to 'Shastri', Indradeep was replaced by Diptarak

Truth Of Bengal: পুজোয় মুক্তি পাচ্ছে পথিকৃত্ বসুর পরিচালনায় এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘শাস্ত্রী’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। ছবির প্রথম ঝলক প্রকাশ পেতেই নেট দুনিয়া ব্যাপক ঝড় তোলে। দর্শক মহলে ভালোই সাড়া ফেলে ছবির প্রথম ঝলক। ছবি মুক্তির আগেই আবহ সঙ্গীতের দায়িত্ব থেকে বাদ পড়ল ইন্দ্রদীপ দাশগুপ্তের নাম। তাঁর জায়গায় এলেন দীপ্তার্ক বসু। যা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে শোরগোল।
টলিপাড়ায় এক সূত্র মারফত্ জানা যাচ্ছে, ছবির ট্রেলারে প্রথমে ইন্দ্রদীপের তৈরি করা আবহসঙ্গীত নির্মাতাদের ঠিক সেরকম পছন্দ হয়নি। তারপরই আবহসঙ্গীতের দায়িত্বভার গিয়ে পড়ে দীপ্তার্কের কাঁধে। ছবির প্রথম ঝলক ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হতেই, নির্মাতারা ছবির আবহসঙ্গীতের ক্ষেত্রেও দীপ্তার্কের উপরেই ভরসা রাখছেন। সম্প্রতি কয়েক আগেই নাকি সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে, শেষ মুহূর্তে চলচ্চিত্র জগতের একজন অভিজ্ঞ শিল্পীকে কেন বাদ দেওয়া হল, তা নিয়েও বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, পুজোতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও দেব অভিনীত ছবি টেক্কা। আর আগেই এই ‘টেক্কা’ ছবির আবহসঙ্গীতেরও দায়িত্ব পেয়েছেন দীপ্তার্ক।
আর এই আরও একটি ভিন্ন মতও উঠে আসছে। সেই সূত্রের দাবি অনুযায়ী, ছবিতে জ্যোতিষচর্চার পাশাপাশি বিজ্ঞানের বিষয়টিও বেশ বড় অংশেই রয়েছে। যার জন্য ছবির আবহসঙ্গীতে নতুনত্ব হাজির করতে চান নির্মাতারা। তবে আবসঙ্গীতের দায়িত্বে না থাকলেও ইন্দ্রদীপের গান ছবিতে থাকছে বলেই খবর। এই প্রসঙ্গে সংবাদমাধ্যে মুখ খুলতে চাননি ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, এই নিয়ে একমাত্র ছবির প্রযোজক বা পরিচালকই বেশি ভালো বলতে পারবেন । ছবির পরিচালক পথিকৃৎ বসুও এই নিয়ে সেরকম মন্তব্য করতে চাননি। তিনি জানান, ‘‘ছবি নিয়ে এখনও অনেক সিদ্ধান্ত বাকি। তাই এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’’