স্বাস্থ্য

অসুখ না করলেও কোন রোগবালাইয়ের আতঙ্কে ভুগছেন ভারতীয়রা

Indians are suffering from the fear of any disease even if they are not sick

Truth Of Bengal, Mou Basu : ভারতীয়রা মারণ রোগ ক্যানসারের নাম শুনলেই ভয়ভীত হয়ে পড়ে। ক্যানসারের নাম শুনলেই রোগীদের পাশাপাশি রোগীর আত্মীয়পরিজনরাও আতঙ্কিত হয়ে পড়ে। চিকিৎসার এত উন্নতি হওয়া সত্ত্বেও এই ভয়ই ক্যানসার প্রতিরোধের পথে সবচেয়ে বড়ো বাধা। GOQii নামক সংস্থার করা সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়েছে, ক্যানসার সত্যিকারে না হলেও ক্যানসার হওয়ার আতঙ্কে ভুগছে প্রায় ৬০% ভারতীয়।

সমীক্ষায় দেখা গেছে, বয়স, লিঙ্গ ও আর্থসামাজিক অবস্থান ভেদাভেদে ক্যানসার নিয়ে ভারতীয়দের মনে মাঝারি থেকে বেশি পরিমাণে ভয় রয়েছে। ক্যানসার রোগ, চিকিৎসার সুযোগ না পাওয়ার পাশাপাশি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা বেশি গ্রাস করছে ভারতীয়দের মন। একইসঙ্গে চিকিৎসার এত বিপুল ব্যয়ভার ও জীবনযাপনে বদলের আতঙ্কও চিন্তাগ্রস্ত রাখে ভারতীয়দের।

সমীক্ষায় অংশ নেওয়া ২৪% মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কার কথা বলেছেন। ৩৩% মানুষ ক্যানসারের চিকিৎসার বিপুল পরিমাণ খরচ নিয়ে ভয়ের কথা বলেছেন। ৫৬% মানুষ দূষণকে ক্যানসার হওয়ার কারণ হিসাবে মনে করেন। ৫৬% মানুষ ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি ও কেমোথেরাপির যন্ত্রণা নিয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন। ক্যানসার হওয়ার আতঙ্কে ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক অবসাদের কথা জানিয়েছেন ভারতীয়রা। তবে ক্যানসার নিয়ে সচেতনতা থাকা সত্ত্বেও ৭০% ভারতীয় জানিয়েছেন তাঁদের ৫ বছরে কোনো রকম শারীরিক পরীক্ষা হয়নি। ক্যানসারের চিকিৎসার বিপুল পরিমাণ খরচের জন্যই সিংহভাগ ভারতীয় চিকিৎসা করাতে অনাগ্রহী বলে জানিয়েছেন।

Related Articles