কাটেনি জটিলতা, জামিন পেয়েও এখনও জেলে অনুব্রত
Complications are not cut, the jailer is embarrassed even after getting bail

Truth Of Bengal : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে ইডি ও সিবিআই মামলায় জামিন পেলেও তার জামিন জটিলতা এখনো কাটেনি বলেই জানা যাচ্ছে। আর জামিন জটিলতা না কাটার কারণেই সোমবারের আগে তিনি জেল থেকে মুক্তি পাবেন না বলে খবর।
কেননা আদালতে জামিন মিললেও আদালতের নির্দেশ শনিবার পর্যন্ত জেলে এসে পৌছাই নিয়ে আর সেই কারণেই সোমবারের আগে তিনি মুক্তি পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আশঙ্কা থাকলেও জেল থেকে যে তিনি মুক্তি পেতে চলেছেন তা নিয়ে কোন সন্দেহ নেই আর সেই কারণেই তৃণমূল কর্মী সমর্থকরা বোলপুরের নিচু পট্টির তৃণমূল কার্যালয় সাফাই করার পাশাপাশি সিউড়ির দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের যে রুম রয়েছে সেটিও পরিষ্কার করার কাজ শুরু করলো।
পরিষ্কার করা হচ্ছে অনুব্রত মণ্ডলের বসার চেয়ার থেকে শুরু করে রুমের সমস্ত কিছু। পাল্টানো হচ্ছে পর্দা। এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের আরাধ্য দেবতা মহাদেবের নতুন ছবি বসানো হচ্ছে। অনুব্রত মণ্ডল কে নতুনভাবে এই রুম তুলে দেওয়ার জন্য এখন পালিশ এর কাজে ব্যস্ত তৃণমূল কর্মী সমর্থকরা।