খেলা
Trending

বাংলাদেশ টেস্টে দ্বিতীয় ইনিংসে ঋষভের পর গিলের সেঞ্চুরি

Gill's century after Rishabh in the second innings in the Bangladesh Test

Truth Of Bengal: বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ঋষভের পর সেঞ্চুরি করলেন শুভমন গিল। টিম ইন্ডিয়ার হয়ে এটি গিলের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বিশেষ কিছু করতে পারেননি তিনি। কিন্তু শক্তিশালী পারফরম্যান্স দিয়েছেন দ্বিতীয় ইনিংসে। গিলের আগে ঋষভ পন্থও সেঞ্চুরি করেছিলেন। শুভমান গিল ১৭৬ বল মোকাবেলা করে ১১৯ রান করেন। তিনি মারেন ১০টি চার ও ৩টি ছক্কা।

টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে আসেন শুভমান গিল। এই সময়ে তিনি দৃঢ়ভাবে অভিনয় করেছেন। ঋষভ পন্তের সঙ্গে সেঞ্চুরি জুটিও খেলেছেন গিল। কিন্তু এর পর আউট হন পন্ত। গিল করেছেন ১১৯ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ডিক্লিয়ার দিয়েছে। গিল এখন পর্যন্ত ১২ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। টেস্টে ৫টি সেঞ্চুরি করেছেন তিনি।

ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি করেছেন তিনি। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল। এই সময়ে গিল বিশেষ কিছু করতে পারেননি। শূন্য রানে আউট হন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে। এভাবে ৫১৪ রানের লিড নেয় ভারত।

Related Articles