বিশ্বকর্মার ভাসানে অঘটন, জোয়ারের টানে লরিসমেত প্রতিমা তলিয়ে গেল গঙ্গায়
Incident in Vishwakarma's Vasan, Lauris-like idol sinks in Ganga due to tidal pull

Truth Of Bengal: গঙ্গার তীরে বিশ্বকর্মা পুজোর ভাসানে অনেক মানুষ জমা হয়েছিল। হাওড়ার শিবপুর ঘাটে মূর্তি বিসর্জনের সময় এক অঘটন ঘটে। জোয়ারের টানে একটি লরি ও প্রতিমা গঙ্গায় তলিয়ে যায়। আচমকা এই ঘটনায় চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। শ্রমিকেরা কোনওরকমে লরি থেকে বেরিয়ে আসেন এবং সাঁতরে পারে উঠে আসেন। বুধবারের এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। লরিটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিশ্বকর্মার ভাসানে অঘটন, জোয়ারের টানে লরিসমেত প্রতিমা তলিয়ে গেল গঙ্গায় pic.twitter.com/VvM0a3BkrP
— TOB DIGITAL (@DigitalTob) September 18, 2024
পুলিশ সূত্রে জানা গেছে, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় মঙ্গলবার বিশ্বকর্মা পুজো হয়। বুধবার মূর্তি বিসর্জনের জন্য ২২ জন শ্রমিক গিয়েছিলেন। দুপুর ৩টে নাগাদ লরি করে প্রতিমা নিয়ে আসা হয় শিবপুর ঘাটে। সেই সময় গঙ্গায় জোয়ারের টান প্রবল ছিল এবং জলস্তর উঁচু ছিল। লরিটি ঘাটে দাঁড়ানোর সময় পিছনের চাকা কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল।
কিন্তু প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে গঙ্গায় চলে যায়। শ্রমিকেরা তড়িঘড়ি লরি থেকে লাফিয়ে পড়েন। এই ঘটনায় কেউ আহত না হলেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং গঙ্গা থেকে লরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।