ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ১ কেজি ১৭০ গ্রাম সোনার বিস্কুট
1 kg 170 grams gold biscuits recovered from India-Bangladesh border

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: আবারো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সোনা চোরা চালানের প্রচেষ্টাকে ব্যর্থ করল বিএসএফ। উদ্ধার ৮৬ লক্ষ ৮৭ হাজার টাকার সোনা। সূত্রের খবর মঙ্গলবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন নদীয়ার মধুপুরের সীমান্তে কাঁটাতার ভেদ করে সোনা চালান করছিল চোরা কারবারিরা, গোপন সূত্রে খবর পায় ৬৮ নম্বর ব্যাটেলিয়নের বর্ডার ফারীর বিএসএফ। তৎপরতার সাথে ঘটনাস্থলে গিয়ে ১০ টি সোনার বিস্কুট জব্দ করে বিএসএফ, যার ওজন ১ কেজি ১৭০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৮৬ লক্ষ ৮৭ হাজার টাকা।
বিএসএফ সূত্রে খবর, চোরা কারবারিরা যখন ভারতে পাচার করার চেষ্টা করছিল, কাঁটাতার পেরিয়ে না আসতে পেরে বেড়ার উপর দিয়ে ছুড়ে ফেলে দেয় সোনা গুলী, যদিও কোন চোরা কারবারিকে ধরতে পারিনি বিএসএফ। জানা যায় কর্তব্যরত অবস্থায় মহিলা জাওয়ান রা নদীর ব্রিজের কাছে কিছু সন্দেহ ভজন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখেন, তখনই বিএসএফের ব্যাটেলিয়ান টিমকে খবর দিয়ে দেওয়া হয়, তারপরেই এত বড় সাফল্য পাই বিএসএফ। জানা যায়, সোনার বিস্কুটগুলি উদ্ধার করার পরে সীমান্তবর্তী এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয় বিএসএফের তরফে।
যদিও উদ্ধার করা সোনার বিস্কুট গুলি বাগদাহ কাস্টম বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে। বিএসএফের জনসংযোগ আধিকারিক দক্ষিণ বঙ্গ সীমান্তের বিএসএফ কর্মীদের এই সফল অভিযানে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, চোরাচালান রুখতে সদা তৎপর বিএসএফ। যারা চোখে ধুলো দিয়ে কাঁটাতার পেরিয়ে চোরাচালান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর আগেও নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণে সোনা উদ্ধার করেছিল বিএসএফ, আটক করা হয়েছিল একাধিক চোরা কারবারিকে, এরপর সীমান্তে বিএসএফের পাহারায় আরো জোরদার করা হয়।
যে সমস্ত জায়গাগুলি এখনো কাঁটাতারে মোড়ানো নেই সেই জায়গাগুলিকে কাঁটাতার দিয়ে মুড়ে ফেলা হয়েছে, তৈরি করা হয়েছে উচ্চমানের টাওয়ার। সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক লাইট,যাতে কোনভাবেই চোরা কারবারিরাঁ যাতে ভারতে প্রবেশ করতে না পারে, সেই দিকে করা নজর রাখা হয়েছে। তবে আবারো এই সোনা সোনা উদ্ধারের ঘটনায় বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা মনে করছেন সীমান্ত লাগুয়া এখনো অনেক চোরা কারবারি লুকিয়ে রয়েছে।