দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়েছেন বিরোধীরা

Opposition congratulated Prime Minister Narendra Modi on his 74th birthday

Truth Of Bengal: আজ বিশ্বকর্মা পুজো, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন। মঙ্গলবার সকাল থেকেই গোটা দেশবাসী শুভেচ্ছায় বার্তায় ভরিয়েছেন প্রধানমন্ত্রীকে। রাজনৈতিক মতভেদে যতই থাকুক না কেনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরোধী দলের নেতারাও।

আমেরিকা সফরে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর একাধিক মন্তব্য নিয়ে বর্তমানে শাসক-বিরোধী তরজা চলছে। এর মাঝেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভুলেননি কংগ্রেস নেতা। এদিন রাহুল তার এক্স হ্যান্ডেলে লেখেন“শুভ জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।”

পাশাপাশি রাজনৈতিক সৌজন্যের নিদর্শন রাখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে তৃণমূলের তরজার কথা গোটা দেশ জানেন তা সত্বেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেক তার এক্স-হ্যান্ডেলে লিখেছেন“মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।”

তৃণমূল নেতা কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন “শুভ জন্মদিন নরেন্দ্র মোদি, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক দিক থেকে ধারাবাহিকভাবে আপনার বিরোধিতা করব। কিন্তু, আমেদাবাদ এপিসোডের সময় থেকে আপনার দৃঢ় স্মৃতিশক্তির কথা সবসময় মনে রাখব।”

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রমুখ।

Related Articles