দেশ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal announced the name of Atishi as the new Chief Minister of Delhi

Truth Of Bengal : অবশেষে জল্পনার অবসান। দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী পদে আজই ইস্তফা দিতে চলেছেন কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অতিশী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চান।সেইমতো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চলছিল জল্পনা।শেষ পর্যন্ত জল্পনার অবসান হল।মঙ্গলবার আম আদমি পার্টির নেতারা দিল্লিতে বৈঠক ডাকেন।সেই বৈঠকে ঠিক হয় দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাই হবেন নতুন মুখ্যমন্ত্রী।তাঁর নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির সিদ্ধান্তে সহমত পোষণ করেন সঞ্জয় সিং,মণিশ সিসোদিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।তাই দিল্লির কুর্সিতে এবার বসছেন মহিলা মুখ্যমন্ত্রী।এর আগে শীলা দীক্ষিত কংগ্রেসের তরফে দিল্লির মুখ্যমন্ত্রী হন।তাই দেশ আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।এবার দিল্লির মসনদে মহিলা মুখ্যমন্ত্রী বসায় নারীদের ক্ষমতায়ন বিস্তার লাভ করছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। শুক্রবার  দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারী দুর্নীতি মামলায় জেল বন্দি ছিলেন কেজরিওয়াল। শুক্রবার তাঁর ব্যক্তিগত ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট ৷ ছমাস ধরে জেলবন্দি ছিলেন তিনি। কেজরির মুক্তির পরে আপের বার্তা, ‘হি ইজ ব্যাক’।

আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরী। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরীবাল। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিবালের গ্রেফতারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট।

Related Articles