বিএমডব্লিউর ধাক্কায় দু টুকরো স্কুটি! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই তরুণী
Two pieces of scooty in the shock of BMW! Two young women died in a tragic accident

Truth Of Bengal: রবিবার মধ্যপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণী। জানা গিয়েছে গনেশ পুজোর মেলা ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে স্কুটি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ওই দুই তরুণী। দ্রুত গতিতে ছুটে আসা একটি বিএমডব্লিউ-র ধাক্কায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।
#इंदौर : तेज रफ्तार बीएमडब्ल्यू कार ने स्कूटी सवार दो युवतियों को मारी जोरदार टक्कर
एक्सीडेंट का सीसीटीवी भी आया सामने
अस्पताल में इलाज के दौरान दोनों युवतीयों की हुई मौत
ड्राइवर गाड़ी को छोड़कर हुआ फरार, खजराना थाना पुलिस आरोपी की तलाश में जुटी #Indore #MadhyaPradesh pic.twitter.com/lhFaHzFV5n— DINESH SHARMA (@medineshsharma) September 15, 2024
অভিযোগ বিএমডব্লিউ ডাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাছিল, এমনকি ভুল সাইড দিয়ে গাড়ি নিয়ে আসছিল ঘাতক ডাইভার। যার ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে স্কুটির সঙ্গে বিএমডব্লিউর। সংঘর্ষের তীর্বতা এতটাই ছিল যে স্কুটিটি দুটো টুকরে ভাগ হয়ে যায়। বসে থাকা দুই তরুণী ছিটকে গিয়ে পরেন রাস্তায়। তরিঘরি তাদের দুইজনকে রাস্তা থেকে রাক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তাঁদের বাঁচানো যায়নি।
ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে পলাতক বিএমডব্লিউর চালক। এই ঘটনার হাড়হিম করা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে। ধৃত গাড়ির চালকের নাম গজেন্দ্র প্রতাপ সিং । অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।