
Truth Of Bengal : নিজের অসুস্থতার কথা নিজেই সমাজমাধ্যমে সামনে আনেন সামান্থা। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে দেখে অনুরাগীরা বেশ চিন্তাতেই পড়ে যান। এরপর অনুরাগীরাসমাজমাধ্যমেসামান্থার বিষণ্ণ মুখ ও হঠাৎওজন কমেযাওয়ার কথা জানিয়েছেন। এরপর সামান্থার রবিবার সকালে করা একটি পোস্ট পেয়ে স্বাভাবিক ভাবেই অনুরাগীরা নিশ্চিন্ত হন। সামান্থা তাঁর ‘মায়োসাইটিস’ নামে অসুখের কথা সামনে আনেন। রবিবারের করা ওই পোস্টে অভিনেত্রী জানান, অসুখের জন্যকড়া ওষুধ খেয়ে ত্বকের উপর যথেষ্ট প্রভাব পড়ে আর সেই কারণেই তাঁকে এত বিষণ্ণ দেখাচ্ছে।
যদিও তিনি প্রাণপণে এই কঠিন রোগের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই অভিনেত্রী নিজের একগুচ্ছ ছবিপোস্ট করেছেন। পোস্টে অভিনেত্রী লিখেছেন, “ঘুম থেকে উঠেই নিজের ত্বক দেখে আমি মুগ্ধ। আমার এতটাই ভালো লাগছে যে আমাকে আর ক্লান্ত দেখাচ্ছে না।’’ অভিনেত্রী নিজের ত্বক ভালো দেখানোর কারণ হিসেবে জানিয়েছেন,গত কয়েক দিন ধরে ত্বককে ভালো দেখানোর জন্য তিনি অনেক যত্ন নিচ্ছেন।
তিনি বলেছেন, নিজের অসুস্থতার কারণেই এত কড়া ওষুধ খেতে হয় তাঁকে। আর সেই ওষুধের প্রভাব পড়ে ত্বকের ওপরে। পিগমেন্টেশন, শুষ্কতার মতো একাধিক প্রভাব পড়ে ত্বকের মধ্যে। নিজের ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আনতে রেড লাইট থেরাপি নামক এক ফেশিয়ালের সহায়তাও তিনি নিচ্ছেন।