রাজ্যজুড়ে ইডির তল্লাশিতে প্রচুর নথি উদ্ধার, অবশেষে বেরোল আধিকারিকদের দল
A large number of documents were recovered during the ED's search across the state

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালানোর পর জয়নগরের বহরু বাজারের এম আর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির ছয় সদস্যের দল। বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র।
শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউনে হানা দেয়। তার কিছুক্ষণ পরে সেখান থেকে কয়েকশো মিটার দূরে ডিস্ট্রিবিউটরের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। যদিও সেই সময় বাড়িতে ডিলার ও তার স্বামী কেউ উপস্থিত ছিলেন না। এদিন দুপুর দুটো নাগাদ এম আর ডিলার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুন ঘোষ রেশন গোডাউনে আসেন।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই রেশন গোডাউনের কাজ কারবার বা ব্যবসা সমস্তটাই ডিলার সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুন ঘোষ দেখাশোনা করতেন। এদিন দুপুর দুটো থেকে রাত রাত সাড়ে দশটা প্রায় সাড়ে আট ঘণ্টা ডিলার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। এম আর সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুন ঘোষ সাংবাদিকদের জানান, “ইডি যেকোনো জায়গায় তদন্ত করতে যেতে পারে। আমার এখানে ইডি এসেছে বলে আমি চোর তা প্রমাণ হয়ে যায় না। ইডি কিছু খাতা ও নথিপত্র নিয়ে গিয়েছে বলে জানান তিনি।