বিনোদন

এবার পুজোয় ‘শিমুল পলাশ’! মুক্তি পেল বহুরূপী ছবির নতুন গান

Now in Puja 'Shimul Palash'! The new song of Bahurupi movie was released

Truth Of Bengal: এবার পুজো জমজমাট হতে চলেছে সব সিনেপ্রেমী জন্য। কারন এবছর পুজোতে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাবে বড় পর্দায়। গতবছর পুজোতে রক্তবীজ ছবির দারুন সাফল্যের পর এবছর পুজোতে বাজিমাত করতে প্রস্তুত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি। আসছে তাদের নতুন ছবি বহুরূপী। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ছবিতে পরিচালনার পাশাপাশি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। শুক্রবার সামনে এল ছবির নতুন ‘আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া।…’ ।

গানটি মুক্তি পাওয়ার পর দর্শকরা ভালোবাসায় ভরিয়েছেন। গানে কণ্ঠ দিয়েছেন ননিচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী ৷ গানে তুলে ধরা হয়েছে শিবপ্রসাদ অর্থাৎ পর্দার বিক্রম ও কৌশানি মুখোপাধ্যায় অর্থাৎ ঝিমলি-র বিয়ের দৃশ্য । এমনকি তাদের ভালোবাসার বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে গানের মধ্যে। এদিন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ গায়িকা শ্রেষ্ঠা দাসের একটি ছবি শেয়ার করে লেখেন “ইনি শ্রেষ্ঠা। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় এনার গান আপনারা শুনতে পাবেন। প্রথমবার ইনি সিনেমাতে প্লে-ব্যাক করছেন। বহুরূপী সিনেমায় এনার তিনটি গান আছে।

প্রথম সিনেমাতেই তিনটি গান গাওয়ার সুযোগ খুব বিরল। ওনার সঙ্গে আমার পরিচয় সেভাবে হয়নি। গতকাল ওনাকে আমি চোখে দেখেছি। সংগীত পরিচালক বনি চক্রবর্তী শ্রেষ্ঠাকে দিয়ে গান গাইয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। আমাদের ওনার গলা ভালো লাগে। ওনার গলা দিয়েই আমি ওনাকে চিনেছিলাম। ঠিক যেমন ‘তুমি যাকে ভালবাসো’। ‘প্রাক্তন’ সিনেমায় অনুপম রায় আমাকে ভয়েস স্যাম্পেল পাঠিয়েছিলেন। পরে জেনেছিলাম উনি ইমন চক্রবর্তী। বাকিটা ইতিহাস। ঠিক তেমন ভাবেই শ্রেষ্ঠাকে আমরা চিনলাম। সচরাচর কোন্ গায়িকা গাইবেন সে বিষয়ে আমাদের খুব একটা সিদ্ধান্ত থাকে না। সংগীত পরিচালকের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। শ্রেষ্ঠার গান আপনাদের ভালো লাগবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলা সংগীত জগত পাবে এক নতুন প্লে-ব্যাক সিঙ্গারকে। যাত্রা শুভ হোক শ্রেষ্ঠা আপনার। ধন্যবাদ বনি চক্রবর্তীকে, ধন্যবাদ উইনডোজ প্রোডাকশনকে”।

উল্লেখ্য, ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ সালের সময় জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্প সাজানো হয়েছে। আগামী ৮ অক্টোবর  উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে মুক্ত পাবে বহুরূপী।

Related Articles