পর্দায় আবারও জমবে অনিন্দ্য-শ্রুতি জুটি, আসছে ‘বিপত্তারিণী ট্রাস্ট’
Anindya-Shruti pair will be on screen again, 'Vipattarini Trust' is coming

Truth Of Bengal: আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছে অভিনেত্রী শ্রুতি দাস ও অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত X= প্রেম ছবিতে জুটি বাঁধে তাঁরা। ছবিতে তাঁদের রসায়ন দর্শকরা বেশ পছন্দও করেন। এবার আরও একবার তাঁদের সেই জমজমাট রসায়ন পর্দায় ফুটে উঠবে।
তবে এবার তাঁদের আর বড়পর্দায় দেখা যাবে না। কালার্স বাংলায় শুরু হতে চলেছে ১০০ দিনের টেলি সিরিজ। সেখানেই একটি সিরিজে দেখা যাবে তাঁদের। অনিন্দ্য ও শ্রুতি অভিনীত এই টেলি সিরিজটির নাম হতে চলেছে ‘বিপত্তারিণী ট্রাস্ট’। সিরিজের গল্পটি একটি পরিবার কেন্দ্রিক। কমেডির মোড়কে সিরিজে সেই পরিবারের তিন প্রজন্মের গল্প ফুটে উঠবে। অনিন্দ্য সেই পরিবারেরই এক ছেলের ভূমিকায় অভিনয় করবেন। শ্রুতির সঙ্গে কীভাবে তাঁর পরিচয় হয়, কীভাবে তাঁদের সম্পর্ক তৈরি হয় আর কীভাবেই বা শ্রুতি সেই পরিবারের অংশ হয়ে ওঠে তা নিয়েই গল্প এগোয়।
ইতিমধ্যেই এই টেলি সিরিজের শ্যুটিং শুরু হয়েছে। একাধিক জায়গায় এই সিরিজের দৃশ্যগুলি শ্যুট করা হয়েছে। বর্তমান ওয়েব সিরিজের চলের জেরে ছোটোপর্দায় ধারাবাহিকগুলিতে ব্যাপক একটা প্রভাব পড়েছে। এচাড়াও টিআরপি-র দৌড়ে টিকে থআকতে না পারার কারণেই বেশ কম দিনের মধ্যেই ধারাবাহিকগুলিকে বন্ধ করে দিতে হচ্ছে নির্মাতাদের। ঠিক এই সময়েই দাঁড়িয়ে কালার্স বাংলার এই নতুন উদ্যোগ। ১০০ দিনের এই টেলি সিরিজে একাগুচ্ছ নতুন গল্প ফুটিয়ে তোলা হবে। যার জন্য উদ্যোক্তারা যথেষ্ট আশাবাদী যে টেলি সিরিজ দর্শকমহলে ভালোই সাড়া ফেলব।