দেশ

ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে, মৃত একই পরিবারের ৫

Terrible accident in Uttar Pradesh, 5 dead from the same family

Truth Of Bengal: ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে! মৃত একই পরিবারের ৫ সদস্য। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু। এক আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সেরে অটোরিকশা করে বাড়ি পেয়েছিলেন তারা। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে অটোরিকশাতে ধাক্কা মারে।

বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এক দ্রুতগতির গাড়ি সাথে মেহমুদ রোডে ধাক্কা লাগে ওই অটোরিক্সার। সংঘর্ষের ফলে পাশের পুকুরে গিয়ে পড়ে দ্বিতীয় গাড়িটি। এ দুর্ঘটনা ঘটার পর‌ই স্থানীয়রা ছুটে আসে।

সংবাদ পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও স্থানীয় থানার পুলিশ। তারপর শুরু হয় উদ্ধারকার কিন্তু ততক্ষণে প্রাণ হারান ৩ জন‌। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান আরো ২ জন।  নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাহিরা বানু, ইরফান, আজিজ আহমেদ, ওয়াহিদুন নিসা এবং সাবরীন। নিহত সকলেই একই পরিবারের সদস্য। আহত হয়েছেন  গাড়ি চালক বিবেক। এর সাথে গুরুত্বপূর্ণ আহত হয় আরো তিন জন। বর্ধমান আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।

Related Articles