খেলা

ফের পদক ভারতীয় প্রতিযোগীর

Again the medal belongs to the Indian competitor

Truth of Bengal: পুরুষদের শট পাট প্রতিযোগিতায় ভারতীয়  অ্যাথলিট সচিন খিলাড়ি জিতলেন পদক। প্যারিস প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারতীয় প্রতিযোগি  রূপো জিতে নজির গড়লেন। পুরুষদের শট পাট ইভেন্টের এফ ৪৬ ক্যাটাগরিতে লড়াই করেছিলেন ভারতীয় প্রতিযোগি  সচিন খিলাড়ি। এই প্রতিযোগিতায় স্বর্ণপদক পান কানাডার গ্রেগ স্টুয়ার্ট। আর তারপরের স্থান দখল করেন ভারতীয় প্রতিযোগী।

এক্ষেত্রে ভারতীয় প্রতিযোগি ১৬.৩৬ মিটার দূরত্বে লোহার বল ছোড়েন, তিনি সেরা হন। আর ভারতীয় প্রতিযোগী হন দ্বিতীয়। গত প্যারালিম্পিক্সে ভারত ১৯ পদক জিতেছিল । আর এবার প্যারিস অলিম্পিক্সে  ইতিমধ্যে ২১ টি পদক জিতে নিয়েছে ভারত। তালিকার ১৯ তম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া । তার এই সাফল্যে খুশি দেশের প্রধানমন্ত্রী।

তিনি এক্সে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন ,” তাঁর অবিশ্বাস্য কৃতিত্বের জন্য সচিন খিলারিকে অভিনন্দন! শক্তি এবং সংকল্পের একটি অসাধারণ প্রদর্শনে, তিনি পুরুষদের শটপাট F46 ইভেন্টে একটি রৌপ্য পদক জিতেছেন। ভারত তাঁকে নিয়ে গর্বিত।” সচিন খিলাড়ির পদক নিয়ে ভারত এখনো পর্যন্ত চারটি রূপো পেল প্যারিসে।

দিন কয়েক আগে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া অর্থাৎ (পিসিআই ) এর প্রধান দেবেন্দ্র ঝাঝারিয়া মনে করছেন এবার বাড়বে পদকের সংখ্যা। তিনি মনে করছেন , এবার অন্তত ২৫ টি পদক জিতবে  ভারতীয় প্রতিযোগিরা। যদিও ইতিমধ্যে পদকের সংখ্যা ২১। প্যারালিম্পিক্সে এবারের ৮৪ জন প্রতিযোগিকে পাঠিয়েছে ভারত। যার মধ্যে তীরন্দাজ ,অ্যাথলেটিক্স,  ব্যাডমিন্টন , সাইকেলিং , শুটিং,  সাঁতার সহ ১২ টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

ঝাঝারিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, গতবছর চীনের  হাংঝৌতে  ১১১   টি পদক জিতেছিল প্রতিযোগিরা। ফলে আত্মবিশ্বাস বেড়েছে তাদের ।  দেশের হয়ে প্রতিযোগিতার ক্ষেত্রে এবার প্রতিফলিত হবে প্যারালিম্পিক্সে। তিনি আরো জানিয়েছেন দেশের ক্রীড়াবিদরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইভেন্টের জন্য কঠোরভাবে প্রশিক্ষণও নিয়েছে। প্যারা অ্যাথলিটদের এই গ্রেটেস্ট শো চলবে ৮ সেপ্টেম্বর অবধি। পদক দেশে আরও আসবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles