দেশ

সেপ্টেম্বর জুড়ে কোন কোন দিন রয়েছে ‘ড্রাই ডে’? জানুন বিস্তারিত

There are some 'Dry Days' throughout September, find out more

Truth Of Bengal : সেপ্টেম্বর শুরু হওয়ার সাথে সাথে ভারত জুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মেতে ওঠে দেশবাসী। আর সেই সকল দিনগুলিতে অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি থাকে। এই দিনগুলিকে ড্রাই ডে বলা হয়ে থাকে। এই দিনগুলিতে ব্যবসায়ীদের সচেতন হওয়া প্রয়োজন।

এই নির্দেশিকাটি ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রধান ‘ড্রাই ডেইস’ গুলিকে হাইলাইট করে। আপনি সেই অনুযায়ী কোনো কিছু উদযাপন কিংবা ভ্রমন পরিকল্পনা করতে পারেন।

জেনে নিন ২০২৪ সালের সেপ্টেম্বরে কোন কোন দিনে নিষেধাজ্ঞা জারি থাকবে অ্যালকোহল বিক্রিতে :

গণেশ চতুর্থী – ৭ সেপ্টেম্বর , ২০২৪ (শনিবার)

গণেশ চতুর্থী, প্রধানত মহারাষ্ট্রে উদযাপিত হয়, যা ভগবান গণেশের জন্মদিন উপলক্ষ্যে পালন করা হয়। এই দিনে, মহারাষ্ট্রের অনেক শহর শুষ্ক দিন অনুভব করবে। উৎসবের পবিত্রতাকে সম্মান জানাতে অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে এই দিনে। আপনি যদি এই রাজ্যে থাকেন তাহলে অবশ্যই এই দিনটিকে মাথায় রাখবেন এবং সেই বুঝে পরিকল্পনা করবেন।

ঈদ-ই-মিলাদ এবং অনন্ত চতুর্দশী – সেপ্টেম্বর ১৭ , ২০২৪ (মঙ্গলবার)

১৭ সেপ্টেম্বর দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান রয়েছে। ঈদ-ই-মিলাদ, যা নবী মুহাম্মদের জন্মকে স্মরণ করে এবং অনন্ত চতুর্দশী, গণেশ চতুর্থীর সমাপ্তি চিহ্নিত করে।

উভয় উত্সবই ভারত জুড়ে ‘ড্রাই ডে’-তে পরিণত করে, বিভিন্ন রাজ্য অ্যালকোহল বিক্রির উপর বিধিনিষেধ প্রয়োগ করে।