খেলা

প্যারা তিরন্দাজ শীতল দেবীর লড়াই ধাক্কা খেল বিশ্ব মঞ্চে

Para archer Shital Devi's fight hit the world stage

Truth Of Bengal : প্যারা তিরন্দাজ শীতল দেবীর লড়াই থেমে গেল।প্যারিসের প্যারা অলিম্পিক থেকে ছিটকে গেছেন তিনি।মাত্র ১ পয়েন্টে ভেঙে গেল শীতল দেবীর স্বপ্ন। তিনি চিলির জুনিগা মারিয়ানার কাছে হেরে যান । যেখানে জুনিগা মারিয়ানা  ১৩৮ পয়েন্ট করে এগিয়ে যান, সেখানে শীতল দেবীর পয়েন্ট ছিল ১৩৭।

এভাবে লক্ষ্যপূরণ ব্যর্থ হওয়ায় তিনি দমে যেতে রাজি নন।আগামীদিনে ঘুরে দাঁড়াতে চান। মানসিক দিক থেকে কিছুটা বিমর্ষ হলেও সঙ্কল্পের ময়দানে নিজেকে চাঙ্গা রাখতে চান  ট্যালেন্টেড এই তিরন্দাজ।

শীতল দেবী না পারলেও ৮সেপ্টেম্বর পর্যন্ত শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে অন্যরা লড়াইতে জয়ের স্বপ্নপূরণ করতে চান। যার জ্বলন্ত উদাহরণ তৈরি করেছেন,সারিতা কুমারী। ইটালির এলিওনারা সারতিকে ১৪১-১৩৫ পয়েন্টে হারিয়ে সাড়া ফেলেন তিনি। গত বছর এশিয়ার প্যারা অলিম্পিকসে সারিতা কুমারী তুরস্কের ওনজুর কিওর গিরডির মোকাবিলা করবেন। যিনি বিশ্ব রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসেন।এমনকি সারিতা গতবছর এশিয়ান প্যারা গেমসে সিলভার মেডেল পেয়ে তাক লাগিয়ে দেন।নাইন সিডেড  সারিতা বিশ্বময়দানে একের পর এক রেকর্ড গড়ে ভারতের মুখ উজ্বল করেছেন।

সারিতা এর আগে মালিয়েশিয়ার নুর আব্দুল জালিলকে ১৩৮-১২৪ পয়েন্টে হারিয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নেন। যাঁর দুহাত নেই, সেই মহিলা যেখাবে তীরন্দাজিতে তোলপাড় ফেলছেন,সেখানে ভারতের দর্শকরা তাকিয়ে রয়েছেন আগামীর রেকর্ডের দিকে।  এখন সবার চোখ এশিয়ান প্যারা গেমসের ডবল গোল্ড মেডালের অধিকারীর দিকেই।সেই শীতল কুমারী আগামীকে তীর-ধনুকের মাধ্যমে ম্যাজিক দেখাতে তৈরি হচ্ছেন।