কম খরচে যাত্রীদের যাতায়াতের সুবিধা দিতে চালু হল ওলা ক্যাবস
Ola Cabs was launched to facilitate the travel of passengers at low cost

Truth of Bengal,মৌ বসু: আজকাল যাতায়াতের জন্য অনেকেই অনলাইন অ্যাপ ক্যাব পরিষেবার ওপর নির্ভর করে। ফোনের কয়েকটি ক্লিকের মাধ্যমে বুক করার পর দোরগোড়ায় এসে দাঁড়ায় অ্যাপ ক্যাব। অনলাইন অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার জন্য জনপ্রিয় ওলা কনজিউমার। এবার গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য সাময়িক ভাবে বন্ধ থাকা আরও একটি পরিষেবা চালু করেছে ওলা।
ওলা কনজিউমার অফিশিয়ালি কার-পুলিং ফিচার অ্যাপ্লিকেশনে ‘ওলা শেয়ার’ অপশন ফের চালু করেছে। ওলা শেয়ারে যাতায়াতের খরচ তুলনামূলক ভাবে কম। এই পরিষেবায় অন্যদের সঙ্গে নিজের যাত্রা শেয়ার করতে পারবেন গ্রাহকরা। করোনার আগে ওলা শেয়ার পরিষেবা চালু ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সাময়িক ভাবে এই পরিষেবা বন্ধ করে দেয় ওলা কনজিউমার।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের ৪ বছর পর এটি চালু হল। আপাতত বেঙ্গালুরুতে এই ওলা শেয়ার পরিষেবা চালু হলেও শিগগিরই অন্য শহরেও তা চালু হবে বলে জানা গেছে। ওলা ক্যাবসের সিইও ভবীশ আগরওয়াল জানান, কম খরচে যাতায়াতের সুবিধা দিতে আমরা ফের ওলা শেয়ার পরিষেবা চালু করেছি।
এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন। ওয়াকিবহাল মহলের মতে, এখন অনেকেই যাতায়াতের জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেন। কিন্তু অনেক ভাড়া। ওলা শেয়ার পরিষেবার মাধ্যমে যাত্রীরা কম খরচে যাতায়াতের সুবিধা পাবেন।