দাসনগরে পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা গ্রাহকদের কষ্টার্জিত সম্পদ
Fierce fire at Dasnagar post office barely saves customers' hard-earned wealth

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : সকালে দাসনগর পোস্ট অফিসে আগুন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই পোস্ট অফিসের জানালা দরজা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন দাসনগর থানায় এবং দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে একটি ইঞ্জিন। পোস্ট অফিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত দেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে জানা গেছে কম্পিউটারে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রাহকরা। মহেন্দ্র শর্মা নামে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেন বাড়িটির অবস্থা ভালো নয় ছাদের চাঙ্গর বাঁশ দিয়ে ঠেকানো আছে ইলেকট্রিকের ওয়ারিং এ জল পড়ছে এতদিন যে কিছু হয়নি সেটা ভাগ্য ভালো । এত গ্রাহকের নথি প্লাস্টি দিয়ে চাপা রয়েছে আমাদের ধন রক্ষিত না সুরক্ষিত ভয়ংকর অবস্থা অবিলম্বে দায়িত্বে যিনি আছেন এই পোস্ট অফিসের সংস্কার নতবা নথি গুলো সুরক্ষিত করা হোক। পোস্ট অফিসের জীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।