আগামীকাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি
BJP has called for a 12-hour bandh across the state tomorrow

Truth Of Bengal : আগামীকাল রাজ্যজুড়ে বনধের ডাক দিল বিজেপি। মোট ১২ ঘণ্টা বনধটি চলবে। ছাত্রদের ওপর পুলিশের অত্যাচারের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে ধর্মঘট আহ্বান করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সাধারণ মানুষকে রাস্তায় নেমে বনধ সফল করতে আবেদন জানিয়েছেন সুকান্ত।
সুকান্ত মজুমদার আরও বলেন, “বৃহস্পতিবার থেকে ধর্মতলায় ধরনা। আইনি বা চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করা হবে। চালু করা হয়েছে হেল্পলাইন ঘেরাও। ৩০ আগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরাও। ২ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে দিনভর ধরনা। ৬ সেপ্টেম্বর ১২টা থেকে ২টা পর্যন্ত দুঘণ্টার চাক্কা জ্যাম।”
পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বিজেপির একাধিক নেতৃত্বরা। বিজেপি রাজ্য সভাপতি জানান, “শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশ লাঠিচার্জ করল? কাঁদানে গ্যাস ছুঁড়ল? আন্দোলনকারীদের লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে করা হয়। বাংলার ছাত্র সমাজকে বাংলার মুখ্যমন্ত্রী রক্তস্নান করাতে চাইছে। বাংলার মুখ্যমন্ত্রী আর পারবেন না আটকাতে। বাংলার মানুষের জবাব দেওয়ার সময় এসেছে।”