দেশ

প্রয়াত নান্দেদের কংগ্রেস সাংসদ বসন্ত চভান

Late Nanded Congress MP Vasant Chavan

Truth of Bengal: প্রয়াত নান্দেদের কংগ্রেস সাংসদ বসন্ত চভান। দলীয় সূত্রে খবর,  দীর্ঘ অসুস্থতার পরে সোমবার হায়দ্রাবাদে মারা গেছেন তিনি। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করেছে যে তার শেষকৃত্য তার নিজ শহর নান্দেদে করা হবে। মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে টুইটারে তার শোক প্রকাশ করে বলেন, “কংগ্রেস দলের একজন প্রবীণ নেতা, নান্দেদ লোকসভা কেন্দ্রের সাংসদ বসন্ত রাওজি চ্যাভানের মৃত্যুর খবর খুবই মর্মাহত। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সর্বদা কংগ্রেস দলের প্রতি অনুগত ছিলেন এবং কংগ্রেস পার্টির ধারণা ঘরে ঘরে তুলে ধরেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে রয়েছে কংগ্রেস দল।