বিনোদন

বিয়ের ৬ বছর পর দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার , সদ্যজাতের কি নাম রাখলেন?

After 6 years of marriage, two to three are Justin-Hailey Bieber, what is the name of the newborn

Truth Of Bengal: শুক্রবার দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার। তাঁদের ঘর আলো এসেছে পুত্রসন্তান। প্রথমবার বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সদ্যজাতের একটি ছবি শেয়ার করেছেন । ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট লালচে পা তোয়ালে থেকে উঁকি দিচ্ছে, তাঁকে ছুঁয়ে রয়েছে হেইলির আঙুল।

ক্যাপশনে লিখেছেন ” স্বাগত জ্যাক ব্লুজ বিবার”। তারকাদম্পতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য চলতি বছর মে মাসে তাদের প্রথম সন্তান আছে সে খবর ভাগ করে নিয়েছিলেন  বিবার – হেইলি।   সেই সময় বেশ কিছু ভিডিও এবং ছবি ভাগ করে নিয়েছিলেন এই তারকা জুটি। সেই ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবি শেয়ার করেন । পাশাপাশি তাদের বিয়ের বেশ কিছু স্পেশাল মুহূর্তের ছবি শেয়ার করেন।

সেই সময় হেইলি একটি সাক্ষাৎকারে জানান ২০১৮ তে তাদের বিয়ে হলে এবার সেই বাঁধন আরও পোক্ত হতে চলেছে। প্রথমের দিকে হেইলির বেবি    বাম্প প্রকাশ্যে না আশায় অন্তঃসত্তা হওয়ার খবর সন্দেহ প্রকাশ করেছিল  সংবাদ মাধ্যম।  পরে হেইলি একাধিক সাক্ষাৎকারে জানান তিনি চাইলেই ঢিলে ঢালা পোশাক পরে এই ব্যাপার চেপে যেতে পারতেন । কিন্তু তার মনে হয়েছে, এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করার মতো।

Related Articles