আন্তর্জাতিক

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসের সম্ভাবনা

112 mm of rain in 24 hours in Chittagong, chances of landslides

Truth Of Bengal: রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ওপার বাংলার চট্টগ্রাম জেলায় প্রায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড জানিয়েছে ওপার বাংলার পতেঙ্গা আবহাওয়া দপ্তর। চট্টগ্রামের ওই আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে।

ওই সংস্থার পূর্বাভাস কর্মী জহিরুল ইসলাম জানিয়েছেন, কয়কদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অতিভারি বৃষ্টির জেরে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় অতিভারি ও এক টানা বৃষ্টির জেরে নগরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। এদিকে জমা জলও অপসরণ করা হচ্ছে না সে কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বহু মানুষ।

এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় মানুষজন। সোমবার সকালে নগরের পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া, জিইসি মোড়, শুলকবহর, আগ্রাবাদ, প্রবর্তক মোড়, চান্দগাঁও, কাপাসগোলা এবং হালিশহর সহ বেশ কয়েকটি নিচু এলাকায় জমা জল নজরে আসে। প্রায় হাঁটুসমান জল জমে গিয়েছে। মানুষ তো বটেই আর তার সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে যান চলাচলও।

Related Articles