দেশ

হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ঘোষিত হল ভোটের দিনক্ষণ, জানুন বিস্তারিত

Polling dates announced in Haryana and Jammu and Kashmir, know details

Truth Of Bengal: তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে। এই ভোট গ্রহন শুরু হবে ১৮ সেপেম্বর থেকে। আর ফলপ্রকাশ করা হবে ৪ অক্টোবর। তবে হরিয়ানায় এক দফাতেই ভোট হবে। সেই ভোট হবে ১ অক্টোবর। উল্লেখ্য, হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত। অপরদিকে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত।

প্রসঙ্গত, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালটের জয় হয়েছে”। তিনি আরও জানান, এইবার ভোটে অংশগ্রহণের পরিমাণ ৩০ পয়েন্ট বেড়েছে। এছাড়া, এদিন সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার জানান, “জম্মু-কাশ্মীরে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ভোট হবে। ১০ বছর পর সেখানে ভোট হতে যাচ্ছে।

যদিও শেষবার ভোট হয়েছিল ২০১৪ সালে। ২০১৯ বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে”। উল্লেখ্য, রাজ্য বিধানসভায় মোট আসনের সংখ্যা মোট আসন ১১৪ টি। এমনকি ২০১৯-এ রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর রাজ্যের আসন সংখ্যা সাতটি বৃদ্ধি পেয়েছে। যারমধ্যে জম্মু এলাকায় আসন বেড়েছে ছয়টি। যদিও খাতায় কলমে জম্মু কাশ্মীর এখন রাজ্য নয়। ২০১৯ এর ৫ অগাস্ট থেকে রাজ্যটি কেন্দ্র শাসিত এলাকা হিসাবে চিহ্নিত।

জম্মুতে ছয়টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জোরালো আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, বিজেপির মুখ চেয়ে এটা করা হয়েছে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে মোট আসন সংখ্যা ১১৪টি হলেও ভোট গ্রহণ করা হবে ৯০টিতে। বাকি ২৪টি আসন রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। আয়তনের ভিত্তিতে গোড়া থেকেই সেখানে ২৪টি আসন রয়েছে। সেখানে ভোট হওয়ার প্রশ্ন ওঠে না। তবে মোদী সরকারের মন্ত্রীরা একাধিকবার ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারত তিনি পুনরুদ্ধার করবে।

 

Related Articles