
The Truth of Bengal : মাঠে ক্রিকেট খেলা চলছিল। আচমকা বল চলে যায় কর্ণারে। গরু রাখার শেডের কাছেই ছিল লোহার পোল। আর সেই লোহার পোলের কাছে চলে যায় বল। বল কুড়োতে গিয়ে হয় বিপদ। দেখা যায় তড়িদাহত হয়ে গেছে বছর তেরোর তরুণ ক্রিকেটার। সঙ্গে সঙ্গে উঠতি বয়সের ক্রিকেটারকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু চিকিত্সকরা সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করে। বলা যায়,একটি স্বপ্নের অপমৃত্যু হয় অল্প বয়সেই। পশ্চিম দিল্লির বৃন্দাপুর এলাকার এই মর্মান্তিক ঘটনায় শোরগোল পড়ে। ক্রিকেটপ্রেমী থেকে মৃতের পরিজন সবাই ঘটনার আকস্মিকতায় শোক বিহ্বল হয়ে পড়ে।
দিল্লি পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) নম্বর ধারায় পুলিশ মামলা দায়ের করেছে। উল্লেখ্য,এই ধারা অনুসারে যদি কোনও ব্যক্তির বেপরোয়া বা অবহেলার জন্য কারুর মৃত্যু হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।ফলে গাফিলতির কারণে এই তড়িদাহত হওয়ার ঘটনা ঘটলে কড়া শাস্তির সংস্থান থাকছে।
শুধু এই ঘটনাই নয়,এর আগে আরও প্রায় ১২টি শিউরে ওঠা ঘটনা ঘটে।অকালে প্রাণ যায় বহু যুবকও তরুণের।দক্ষিণ পূর্বের মিঠাপুর এলাকায় একজন ২৮বছরের যুবকেরও একই পরিণতি হয়। তাই বারবার এই তড়িদাহত হওয়ার ঘটনায় মানবধিকার কমিশন উদ্বিগ্ন। জাতীয় মানবধিকার কমিশনের তরফে দিল্লি সরকার,দিল্লির পুলিস কমিশনার ও দিল্লি ডেভালপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছে। কেন এই ধরণের গাফিলতির ঘটনা বেড়েছে তা জানতে চেয়ে মানবধিকার কমিশন তথ্য সন্ধান করছে।