ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, নিখোঁজ বহু
Himachal again hit by cloudy rain, many missing

The Truth Of Bengal: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল হিমাচলের সামেজ গ্রাম। এক সংবাদসংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ এখনও বহু। ৩১ জুলাই মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ হন ৩৩ জন। সেই ঘটনার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার মেঘভাঙা বৃষ্টি হিমাচলে।
বুধবার রাতের মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল সামেজ গ্রাম। শিমলা জেলার সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় বুধবার গভীর রাতে ফের মেঘভাঙা বৃষ্টি হয়েছে বলে খবর। এখনও ১৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এনডিআরএফের কম্যান্ড্যান্ট বলজিন্দর সিংহ জনিয়েছেন, ‘‘হিমাচলের বিভিন্ন দুর্গম এলাকায় উদ্ধারকাজ অভিযানের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। সামেজে বার বার মেঘভাঙা বৃষ্টি সে রকমই একটি বিপর্যয়। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ৭ আগস্ট ভারী বৃষ্টিতে ভিজেছে হিমাচল। মান্ডি জেলার জোগিন্দরনগরে ২৪ ঘণ্টায় সর্বাধিক ১১০ মিমি বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে সিরমাউর জেলাতেও। আগামী কয়েক দিন রাজ্যের বিলাসপুর, হামিরপুর, কাংড়া, চাম্বা এবং মান্ডি জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। প্রসঙ্গত, গত বছরের মতোই বর্ষার মরসুমে প্রকৃতির রুদ্ররোষে হিমাচল প্রদেশ। ৭ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত রাজ্যে শুধুমাত্র বৃষ্টির জেরে প্রাণ গিয়েছে ৭৯ জনের। ৩১ জুলাই রাতের হড়পা বানে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়। গত সপ্তাহে স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। নিখোঁজদের খোঁজে পুরোদমে চলছে উদ্ধার অভিযান।