জলের তোড়ে ভেঙে গেল আজগুবিতলা ফেরিঘাটের সেতু, চরম সমস্যায় পারাপারকারীরা
The bridge of Azgubitala Ferry Ghat was broken by the water, the people crossing were in extreme trouble

The Truth Of Bengal: মুণ্ডেশ্বরী নদীর জল বেড়ে আবারো বিপত্তি খানাকুলে। জলের তোড়ে সোমবার ভেঙে গেল খানাকুলের আজগুবিতলা ফেরিঘাটের কাঠের সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়ল হুগলীর জেলার খানাকুলের সাথে, মেদিনীপুর ও হাওড়া জেলার যোগাযোগ ব্যবস্থা। চরম সমস্যায় সেতু পারাপারকারীরা। জানা গেছে, নিম্নচাপের বৃষ্টি ও লাগাতার ডিভিসির জল ছাড়ার কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মুণ্ডেশ্বরী নদীর জল। জল বেড়ে যাওয়ায় কিছু বাঁশের সেতু ভেঙে আটকে যায় আজগুবিতলার সেতুতে। তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে জলে তলিয়ে যায় সেতুটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ সহ প্রশানিক আধিকারিকরা। তারাই নদীর ধারে দাঁড়িয়ে থাকা ভিড় সামাল দেয়।
সেখানে উপস্থিত হয়ে খানাকুল ২ নং ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামানিক বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আটকে পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া রোগী ও সাধারণ মানুষ। দলীয় উদ্যোগে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সাথে তাদের পারাপারের জন্য আপাতত নৌকার ব্যবস্থা করা হয়েছে। যেভাবে নদীতে স্রোত বইছে সাথে নদীর জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাতে করে নৌকা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। আপাতত আজগুবিতলা ফেরিঘাটে ফেরি পারাপার বন্ধ থাকবে বলে জানান খানাকুল ২ নং ব্লকের জয়েন্ট বিডিও। সব মিলিয়ে সেতু ভেঙে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন পারাপারকারীরা।