শ্রীলঙ্কার নৌসেনা হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় মৎস্যজীবী, নিখোঁজ একজন
An Indian fisherman lost his life in Sri Lankan naval attack

The Truth of Bengal: বৃহস্পতিবার সকালে সমুদ্রে আবার শ্রীলঙ্কার নৌসেনা হামলা চালায়। হামলার কবলে পড়ে মারা যায় এক ভারতীয় মৎস্যজীবী। এই ঘটনায় গভীর সমুদ্রে এক জন নিখোঁজ। ঘটনাটি ঘটেছে কচ্চতিভু দ্বীপের পাঁচ নটিক্যাল মাইল উত্তরে একটি স্থানে। ইতিমধ্যেই নৌসেনা হামলার ঘটনার আঁচ ছড়িয়েছে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে ভারতীয় ট্রলার। ট্রলারটিকে তাড়িয়ে দিতে গেলে তড়িঘড়ি পালানোর চেষ্টা করে ট্রলারটি সেইসময় উল্টে পড়ে যায় বলেই জানিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা।
এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা চাইতে বৃহস্পতিবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রিয়ঙ্কা বিক্রমসিঙ্ঘেকে তলব করেছে বিদেশ মন্ত্রক। এই ঘটনার নেপথ্যে অভিযোগ উঠেছে, শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ইচ্ছাকৃত ভাবে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকায় ধাক্কা মারে। ভারতীয় মৎস্যজীবী নৌকাটিতে থাকা চার জনের মধ্যে এক জন প্রান হারান আর এক জন জলে তলিয়ে যায়। তবে জলে তলিয়ে যাওয়া ব্যক্তিটির এখনও কোন খোঁজ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে সরকারি বিবৃতিতে ।
নিখোঁজদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গত কয়েক বছর থেকেই শ্রীলঙ্কা নৌসেনা আন্তর্জাতিক জলসীমায় তামিলনাড়ুর মৎস্যজীবীদের উপরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলে একের পর এক অভিযোগ ওঠে। এরপর জুলাই মাসে পক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীরা পাল্টা হামলা চালায় শ্রীলঙ্কার নৌসেনার ওপর।ভারতীয় মৎস্যজীবী ও শ্রীলঙ্কার হামলার মধ্যে পড়ে একজন নৌসেনা মারা যায় বলেই জানা যাচ্ছে। তার জেরেই পালটা বদলা নিতে হামলা ক্রমাগত বেড়েই চলেছে অভিযোগ করছেন তামিলনাড়ুর মৎস্যজীবীরা।