আর কোনো দিন প্রণয়কে দেখা যাবে অলিম্পিক্সে ! হারের পর উঠছে প্রশ্ন
Some day Prannoy will be seen in the Olympics! Questions arise after the loss

The Truth Of Bengal: এশিয়ান গেমসে শত পদক জয়লাভ করার পর প্যারিস অলিম্পিক্সেও ভারত বেশ ভালোভাবেই শুরু করেছে। এখনো পর্যন্ত তিনটি ব্রোঞ্জ পদক এসেছে এবার দেশে। প্রতিযোগীরা চেষ্টা করছেন স্বর্ণপদক জয় লাভ করার, তবে প্যারিস অলিম্পিক্সে হেরে গিয়েছেন এইচএস প্রণয়। লক্ষ্য সেনের বিপক্ষে খেলতে নেমে হারতে হয়েছে এইচএস প্রণয় কে ।
৩৯ মিনিটের মধ্যে হেরে যান প্রণয় । যদিও প্রণয় আশাবাদী লক্ষ্যকে নিয়ে, তিনি বলেন অলিম্পিক্সের মত প্রতিযোগিতায় খেলতে নামলে সকলের ওপরে একটা চাপ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবকিছুকে উপভোগ করে চলা, তবে কিছু জিনিস নিজেদের হাতে থাকে না তাই । আগামী কয়েকদিন লক্ষ্যকে উপভোগ করতে বলেছেন তিনি। বৃহস্পতিবার লক্ষ্য কে একদম চাপে রাখতে পারেন নি তিনি ।
৩৯ মিনিটেই বেশ দাপট দেখিয়েছেন ভারতের লক্ষ্য সেন । গ্রুপের শেষ ম্যাচ ছিল গত বুধবার । পর দিন খেলতে নেমে সমস্যা হয়ে পড়েছিলেন প্রণয়। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ৩২ বছরের প্রণয় আর অলিম্পিক্স খেলবেন কিনা তা নিয়ে থাকছে একটা সংশয়। অলিম্পিক থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয় !