বিনোদন

মূক ও বধিরদের নিয়ে অবমাননাকর ভিডিও অভিযোগ পেয়ে গ্রেফতার ইউটিউবার ও রেডিও জকি

YouTuber and radio jockey arrested for humiliating deaf and dumb videos

The Truth Of Bengal: মূক ও বধিরদের নিয়ে অশালীন ভিডিও বানিয়ে গ্রেফতার ১ ইউটিউবার ও এক রেডিও জকি। ধৃত রেডিও জকি বাংলারই বাসিন্দা এবং ধৃত ইউটিউবার কর্ণাটকের বাসিন্দা। ধৃতদের নাম রোহন কারিয়াপ্পা ও শয়ন ভট্টাচার্য। কর্ণাটক স্টেট ডেফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন শঙ্কর কেএইচের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ পরিদর্শক হাজারেশ কিলেদারের নেতৃত্বে একটা দল এই দুজনকে গ্রেফতার করে। সাইবার ক্রাইমের আওতায় তাঁদের গ্রেফতার করে পুলিশ। এরপরই ধৃতদের আদালতে পেশ করা হলে তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। জানা যাচ্ছে ধৃত রোহন কারিয়াপ্পা কর্ণাটকের মাদিকেরির বাসিন্দা, তিনি আগে রেডিও জকি হিসাবে কাজ করলেও বর্তমানে ইউটিউবার হিসাবে কাজ করেন। আর ধৃত শয়ন ভট্টাচার্য পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, তিনি বর্তমানে রেডিও জকি হিসাবেই কাজ করেন।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা মূক ও বধিরদের নিয়ে একটি অবমাননাকর ইনস্টাগ্রাম রিলস বানান। যেখানে শয়নকে একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে আর অন্যদিকে রোহন একজন দোভাষীর ভূমিকায় অভিনয় করেন। দেখা যায় রোহন ভিডিয়োতে শয়নের বক্তব্য তুলে ধরার সময় অশ্লীল ইশারায় ইঙ্গিত করেন। ২০ জুন রোহনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। এরপরই মুহুর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বহু মূক ও বধির মানুষ সেই রিলটি শেয়ার করেন। আর যেহেতু ভিডিওটি বেঙ্গালুরু থেকে শেয়ার করা হয় দিল্লির এক সংস্থা বেঙ্গালুরু পুলিশের কাছে বিষয়টা নিয়ে অভিযোগ দায়ের করে। কর্ণাটক স্টেট ডেফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন শঙ্কর কেএইচের দাবি, এই রিলস বানিয়ে তাঁরা মূক ও বধির মানুষদের অনুভূতিতে আঘাত হেনেছে। অভিযোগের পরই পুলিশি তৎপরতায় তাঁদের দুজনকেই গ্রেফতার করা হয় এবং ধৃত রোহন জানিয়েছেন ইতিমধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দিয়েছেন তিনি।

Related Articles