বিনোদন

আদিত্য ধরের পরিচালনায় রণবীর সিংয়ের নতুন ছবি, একই ফ্রেমে দেখা যাবে একঝাঁক তারকাকে

Ranveer Singh's new film, directed by Aditya Dahar, will see a host of stars in the same frame

The Truth Of Bengal: আদিত্য ধরের হাত ধরে নতুন ছবিতে রণবীর সিং। চোখধাঁধানো বিরাট কাস্টিং নিয়ে আসতে চলেছে এই ছবি। শনিবারই একটি ছবি দিয়ে আসন্ন এই সিনেমার কথা ঘোষণা করা হয়। ছবিতে রণবীরে পাশপাশি দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন ও স্বয়ং ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধরকে। ইতিমধ্যেই এই পাওয়ার হাউস কাস্টিং-এর ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।বলিউডের পাওয়ার হাউস রণবীর সিং। তাঁকে শেষবার দেখা গিয়েছিল রকি অউর রানি কি প্রেম কাহানিতে আলিয়ার সঙ্গে রোম্যান্স করে। এরপর তাঁকে দেখা যাবে এই ছবিতে। এদিন এই পোস্টটি শেয়ার করে রণবীর সিং বলেন,  ‘এটি আমার অনুরাগীদের জন্য, যাঁরা আমার প্রতি এতদিন ধৈর্য্য রেখেছেন, এবং এইরকম একটি মোড় দেখার জন্য উৎসাহিত করেছে।

আমি আপনাদের সকলকে ভালবাসি, এবং আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এইবার, এমন একটি সিনেমাটিক অভিজ্ঞতা যা আগে কখনও হয়নি। আপনাদের আশীর্বাদে, আমরা উৎসাহী শক্তি এবং টাটকা অভিপ্রায় নিয়ে এই দুর্দান্ত, বড় মোশন পিকচার অ্যাডভেঞ্চার সফর শুরু করি। এবার, এটা ব্যক্তিগত।’ ছবির বাকি স্টার কাস্টরাও সেই পোস্টের নিচে কমেন্ট করে নিজেদের উৎসাহের কথা জানিয়েছেন।তাঁরা লেখেন, ‘আর আমরা আসছি। আদিত্য ধরের পরিচালনায়, জিও স্টুডিওজ ও বি৬২ স্টুডিওজের এই বহু প্রতীক্ষিত মেলবন্ধন আপনাদের দারুণ স্টারকাস্টের মাধ্যমে চোখ ধাঁধিয়ে দিতে তৈরি যা আগে কখনও দেখেননি’।

২০১৯ সালে উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিটি পরিচালনা করেন আদিত্য ধর। যা রীতিমতো ঝড় তোলে দর্শকমহল ও বক্স অফিসে। আসন্ন এই ছবির নামকরণ এখনও না হলেও ছবির প্রযোজনা করছেন জিও স্টুডিওজ ও বি৬২ স্টুডিওজ যৌথভাবেই। ছবিটি মূলত অ্যাকশন থ্রিলার হতে চলেছে বলে জানা যাচ্ছে। শীঘ্রই ছবির শ্যুটিংও শুরু করবেন ছবির তারকারা।

 

 

Related Articles